শুধু অধিনায়ক নয়, এবার 'নায়ক' হতে চাইছেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান !! 1

বাংলাদেশ ক্রিকেট বিগত দুই বছর ধরে খুব ভালো ক্রিকেটিং পারফরমেন্স দেখাচ্ছে না, এরপরেই বাংলাদেশ ক্রিকেটকে একহাত নিলেন টেস্ট দলের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব বলে দিলেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিইও হলে সবকিছু একেবারে পাল্টে দেবেন, এমনকি তিনি বলেছেন মাত্র ১-২ মাসের মধ্যেই সব কিছু ঠিক করে দেবেন, শাকিবের কথার সাথে নায়ক সিনেমায় মূল চরিত্র শিবাজী রাও অর্থাৎ অনিল কাপুরকে (Anil Kapoor) চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে তার চেয়ারে একদিনের জন্য বসে সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য।

বিপিএলের দায়িত্ব পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন শাকিব

শুধু অধিনায়ক নয়, এবার 'নায়ক' হতে চাইছেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান !! 2

ঠিক একই মেজাজে শাকিব আল হাসান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিপিএল বোর্ডের উপর, সেই প্রসঙ্গ তুলে বলেছেন, “আমাকে ওরা যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বোর্ডের সিইও করে, তাহলে আমার এক দু-মাস সময় লাগবে সব ঠিক করতে। নায়ক সিনেমা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন ! আপনি কিছু যদি করতে চান, তাহলে সেটা অবশ্যই আপনি করতে পারবেন, আমি সিইও হলে ক্রিকেটারদের ঠিক সময় ড্রাফট এবং নিলাম করব এবং বিপিএল আয়োজন করব যখন আইসিসির শিডিউল ফাঁকা থাকে এবং চাইবো উচ্চমানের সম্প্রচারের সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে।

বিপিএল নিয়ে বোর্ডের কোনো মাথা ব্যাথা নেই

শুধু অধিনায়ক নয়, এবার 'নায়ক' হতে চাইছেন বাংলাদেশ দলের অধিনায়ক শাকিব আল হাসান !! 3

এখানেই থেমে থাকেননি শাকিব আল হাসান, তিনি আরও খোলসা করে বলেছেন যে, “বিপিএলকে নিয়ে বোর্ড কতটা ভাবে আমি জানি না, এটিকে আগামী দিনে উন্নতি করার চিন্তা কারুর মাথায় আছে কিনা আমি জানি না, দেখে মনে হয় কেউ যেন এই প্রতিযোগিতা নিয়ে ভাবেই না, কোথায় সমস্যা হচ্ছে বা কীসে আটকাচ্ছে জানিনা, যদি ইচ্ছা থাকতো তাহলে এখানে ডিআরএস চালু করা যেত, তবে তার কোনো ইচ্ছাই নেই, নিলাম বা ড্রাফট করার যেন কোনো ইচ্ছাই নেই, তিন মাস আগেই করা যায় তবে তা করা হয়না কেন জানি না, ফ্রাঞ্চাইজি এর কারণে তাদের দল ঘোষণা করে না দুমাস আগে অব্দিও, আন্তর্জাতিক ম্যাচ থাকার কারণে অনেক ক্রিকেটার মাঝ সিজিনে চলে যান, আবার অনেকে একটি-দুটি খেলেই, যদি মূল প্লেয়ার চলে যান তাহলে করার কিছু থাকে না।” প্রসঙ্গত ৬ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL), যার আগেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন অধিনায়ক শাকিব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *