বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ২০০৬ সাল থেকে টাইগার্সদের হয়ে মাঠে নামছেন তিনি। প্রায় দুই দশকের কেরিয়ারে খেলেছেন ৬৯টি টেস্ট ম্যাচ, ২৪৭টি একদিনের ম্যাচ ও ১২৯টি আন্তর্জাতিক টি-২০। এখনও পর্যন্ত সিনিয়র পর্যায়ে বাংলাদেশ দলগত ভাবে বিশেষ কিছু অর্জন করতে না পারলেও শাকিব (Shakib Al Hasan) জায়গা করে নিয়েছেন সেরা অলরাউন্ডারদের তালিকায়। টেস্টে ৪৫৪৩ রান ও ২৪২ উইকেটের মালিক তিনি। ওয়ান ডে ক্রিকেটে ৭৫৭০ রানের পাশাপাশি নিয়েছেন ৩১৭ উইকেট’ও। টি-২০তে শাকিবের রান সংখ্যা ২৫৫১ ও উইকেট সংখ্যা ১৪৯। কেরিয়ারের প্রায় সায়াহ্নে এসে নতুন অধ্যায় শুরু করছেন তিনি। বাংলাদেশের তারকা এবার খেলবেন ইংল্যান্ডের মাঠে।
Read More: দলের নেতা খুঁজতে কালঘাম ছুটছে BCCI’এর, ‘মুন্ডু’ ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া !!
কাউন্টি ক্রিকেটে দেখা যাবে শাকিব’কে-
সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে শাকিব আল হাসান’কে (Shakib Al Hasan)। আইপিএল, বিবিএল, সিপিএল-এর মত ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে তিনি নিয়মিত। এবার কাউন্টি ক্রিকেটের আসরেও দেখা যাবে বাংলাদেশী তারকাকে। সারে’র সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দিনকয়েক আগেই জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছেন। তারপরেই উড়ে গিয়েছেন ইংল্যান্ড। কাউন্টি ক্রিকেট খেলার উদ্দেশ্যে। গতকাল শাকিব’কে স্বাগত জানিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট’ও সারে (Surrey) দল। টনটনের মাঠে গতকাল’ই সারে’র হয়ে অভিষেক হয় তাঁর। বাম হাতি স্পিনের জাদুতে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিভার স্বাক্ষর রাখতেও দেরী করেন নি তিনি। শাকিবদের প্রতিপক্ষ সমারসেট গুটিয়ে গিয়েছে ৩১৭ রানে। প্রসঙ্গত এর আগেও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন তিনি। খেলেছেন ওরচেস্টারশায়ারের হয়ে।
Welcome to Surrey, Shakib! 🧢
🤎 | #SurreyCricket pic.twitter.com/iTqdPLzxNo
— Surrey Cricket (@surreycricket) September 9, 2024
অভিযোগ নথিভুক্ত হয়েছে শাকিবের বিরুদ্ধে-
বিতর্ক ও শাকিব আল হাসান (Shakib Al Hasan) বরাবরই যেন চলেছে হাত ধরাধরি করে। কখনও আম্পায়ারের সাথে তর্কাতর্কি করে স্টাম্পে লাথি মারতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার ক্রিকেটীয় সৌজন্য ভুলে প্রতিপক্ষ খেলোয়াড়কে করেছেন টাইমড আউট। এবার বাইশ গজের বাইরেও বড়সড় বিতর্কে জড়িয়েছেন তিনি। গত মাসে গণঅভ্যুত্থান হয়েছিলো বাংলাদেশে। গদিচ্যুত হয় আওয়ামি লীগের সরকার। দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasaina)। তারপরেই টালমাটাল পরিস্থিতি ভারতের প্রতিবেশী রাষ্ট্রে। এই আবহে খুনের মামলা নথিভুক্ত হয়েছে শাকিবের বিরুদ্ধে। আওয়ামি লীগের সাংসদ ছিলেন শাকিব (Shakib Al Hasan)। দেশে সরকারবিরোধী আন্দোলন চলাকালীন জনৈক ব্যক্তির খুনে তাঁর যুক্ত থাকার অভিযোগ উঠেছে। যদিও এই মামলার চূড়ান্ত রায় এখনও আসে নি।
ভারত সফরে থাকবেন শাকিব আল হাসান-
খুনের মামলা আদালতে নথিভুক্ত হওয়ার পর শাকিব (Shakib Al Hasan) কি আদৌ বাংলাদেশের হয়ে আর মাঠে নামতে পারবেন? এই প্রশ্ন একটা সময় ঘুরপাক খাচ্ছিলো ক্রিকেটমহলে। জানা গিয়েছে যে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তারকা অলরাউন্ডারের মাঠে নামতে সমস্যা নেই। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে খেলেছেন তিনি। দ্বিতীয় টেস্টের জয়সূচক রান’ও আসে তাঁর ব্যাট থেকেই। মনে করা হচ্ছে আসন্ন ভারত সফরেও থাকবেন তিনি। দুটি টেস্ট ম্যাচ ও তিনটি টি-২০ খেলার কথা রয়েছে টাইগার্সদের। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা খেলাটি। ২৬ সেপ্টেম্বর থেকে কানপুরে রয়েছে দ্বিতীয় টেস্টটি। তিনটি টি-২০ যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।