রাওয়ালপিন্ডিতেই শেষ হচ্ছে বাংলাদেশের সেরা ক্রিকেটার শাকিব আল হাসানের (Shakib Al Hasan) আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা প্লেয়ার হিসাবে গন্য শাকিব আল হাসানকে আর বাংলাদেশের জার্সিতে দেখতে পাওয়া যাবে না। পদ্মাপারের আমজনতার ক্ষোভের পাত্র হয়ে উঠেছেন শাকিব, তার বিরুদ্ধে থানায় হত্যার মামলাও রুজু করা হয়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোনো প্লেয়ারের নামে ফৌজদারি মামলা চললে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করা হয়।
শাকিবের নামে ফৌজদারি মামলা চলছে
বাংলাদেশের ছাত্র লীগ বনাম সরকারের মধ্যে চলতে থাকা কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলতে থাকা বিবাদের জেরেই বিশ্বকাপের পর থেকে এখনও দেশে ফেরেননি শাকিব। তবে বাংলাদেশে হয়তো আর ফিরবেনও না শাকিব। রাওয়ালপিন্ডিতে সম্ভবত বাংলাদেশ জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচটাও খেলে ফেললেন শাকিব। কপাল ভালো থাকলে পাকিস্তান সিরিজের পুরোটা খেলার সুযোগ পাবেন তিনি। আসলে, শাকিবের উপর মোহাম্মদ রুবেল নামক এক ছাত্রের হত্যার অভিযোগ উঠেছে।
Read More: “লজ্জায় ডুবে যাক…” বাংলাদেশের বিপক্ষে টেস্ট হার পাকিস্তানের, বিপর্যয়ের পর চরম কটাক্ষের মুখে বাবর’রা !!
বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শাকিবের একটা আইনি নোটিস পাঠিয়েছেন। এমনকি শাকিবকে অবিলম্বে দল থেকে বহিস্কার করারও দাবি উঠেছে। যদিও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান অন্য সুর গাইলেন, তিনি জানিয়ে দিলেন সরকারি ভাবে বোর্ডকে কোনও আইনি নোটিস পাঠানো হয়নি। অন্যদিকে শাকিব ভক্তদের মতে, শাকিবকে যে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, আসলে যখন এই হত্যাটি হয়েছিল তখন শাকিব (Shakib Al Hasan) দেশের বাইরেই ছিলেন। তাদের মতে, বর্তমান শাসক দল হাসিনা সরকারের পতনের পর শাকিবকে ‘ফাঁসানো’-র চেষ্টা করছে।
অন্য দলের হয়ে খেলবেন শাকিব
বাংলাদেশ দল থেকে বহিস্কার হলেও শাকিবের কাছে দ্বিতীয় রাস্তা রয়েছে। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়েও খেলার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ, শাকিব বিগত কয়েক মাস ধরেই আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন। পাশাপশি, আমেরিকা যুক্তরাষ্ট্র দল এখন ক্রিকেটে বেশ উন্নতি করেছে আর সেখানে শাকিবের মতন প্লেয়ার এন্ট্রি নিলে দলের আরও উন্নতি হবে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা শাকিবের থেকে এই সংক্রান্ত কোনো রকম মন্তব্য শোনা যায়নি। অন্যদিকে, শাকিবের কথা বলতে গেলে, পাকিস্তান সিরিজে প্রথম ইনিংসে বল হাতে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ১৫ রান বানিয়েছিলেন।