Shakib al hasan and virender Sehwag
Shakib Al Hasan and Virender Sehwag | Image: Getty Images

Shakib Al Hasan: আপাতত বিশ্বকাপ ২০২৪’এর (T20 World Cup 2024) সুপার এইটের মঞ্চে পৌঁছানোর জন্য বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দলগুলি তাদের সেরাটা দিয়েছে। আজ সকালে পাপুয়া নিউগিনিকে হারিয়ে পঞ্চম দল হিসাবে ২০ ওভারের বিশ্বকাপের সুপার এইট’এর জন্য কোয়ালিফাই করলো আফগানিস্তান।

আপাতত পয়েন্ট তালিকার বিচারে A- গ্রুপ থেকে  ভারতীয় দল সুপার এইটে পৌঁছেছে, গ্রুপ B-থেকে একমাত্র দল হিসেবে অস্ট্রেলিয়া পৌঁছেছে সুপার এইটের মঞ্চে। গ্রুপ C- থেকে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দল পৌঁছে গিয়েছে বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইটের মঞ্চে, তবে এবারের বিশ্বকাপে অন্যতম চমকপ্রদ বিষয় হয়ে উঠলো নিউজিল্যান্ড দলের পারফরম্যান্স।

সুপার এইটে পৌঁছানোর অনেক কাছাকাছি বাংলাদেশ

BAN vs NED,
BAN vs NED | Image: Getty Images

বিশ্বকাপে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা মোট দুটি ম্যাচ খেলেছে এবং দুটিতেই তারা পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। অন্যদিকে গ্রুপ D-তে একমাত্র দক্ষিণ আফ্রিকা তিনটি ম্যাচে তিনটি ম্যাচ জয়লাভ করে পৌঁছে গিয়েছে। এই গ্রুপে বাংলাদেশ দলের কাছে রয়েছে বড় সুযোগসুপার এইটের মঞ্চে প্রবেশ করার জন্য।

Read More: Shakib Al Hasan: সাংবাদিকের থেকে মোবাইল ফোন কেড়ে নিলেন শাকিব, জন্ম দিলেন নতুন বিতর্কের !!

গতকাল তারা তাদের তৃতীয় খেলায় নেদারল্যান্ডকে ২৫ রানে পরাজিত করেছে। এই খেলায় বাংলাদেশী দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের (Shakib Al Hasan), দুর্দান্ত পারফরম্যান্স প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন নেদারল্যান্ড দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতর দুই উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। চতুর্থ ওভারেই ক্রিজে আসতে হয়েছিল শাকিব আল হাসানকে (Shakib Al Hasan)।

ফর্মে ফিরলেন শাকিব ও ক্লাস নিলেন সেহবাগের

Shakib Al Hasan
Shakib Al Hasan | Image: Getty Images

চলতি বিশ্বকাপে অবশ্য তুলনামূলকভাবে ব্যাট এবং বল হাতে ফ্লপ হচ্ছিলেন শাকিব, প্রথম দুই ম্যাচে তিনি কেবলমাত্র ১১ রান বানাতে সক্ষম হয়েছিলেন। তবে গতকাল তার ব্যাট থেকে আসলো একটি প্রয়োজনীয় অর্ধশতরান। লম্বা সময় পরেই তার ব্যাট থেকে এই ধরনের পারফরম্যান্স আসতে দেখেননি ভক্তরা। গতকাল নেদারল্যান্ডের বিরুদ্ধে ৪৬ টি বলে ৯টি চারের বিনিময়ে ৬৪ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন শাকিব।

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশী দল পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান বাড়াতে সক্ষম হয়েছিল। এই রান তাড়া করতে এসে নির্ধারিত কুড়ি ওভারে ১৩৪ রানে শেষ হয় নেদারল্যান্ডের ইনিংস। ২৫ রানে জয়লাভ করে আপাতত D-গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গতকাল ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখালেও বল হাতে শাকিব ৪ ওভারে দিয়েছিলেন ২৯ রান। যদিও উইকেট দিতে সক্ষম হননি তিনি। এরপর সাংবাদিক সম্মেলনে শাকিবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল গত ম্যাচে বীরেন্দ্র সেবাগের মন্তব্যের বিপরীতে তিনি কোন মন্তব্য করতে চান কিনা।

তখন সাংবাদিকের প্রশ্নটি শোনার ভান করেই শাকিব বলেন, “কে বলেছেন ?” অর্থাৎ এক কথায় তিনি জানিয়ে দিলেন যে তিনি বীরেন্দ্র শেহবাকে পাত্তাই দেননা। মূলত বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচে সাকিবকে একটি শর্ট বল করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার নোকিয়া। পুল খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেছিলেন শাকিব, তার এই পারফরমেন্স দেখে মেজাজ হারিয়েছিলেন সেহবাগ। মন্তব্য করে তিনি বলেছিলেন, “তোমাকে মনে রাখতে হবে তুমি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথুউ হেইডেন নও। তুমি বাংলাদেশের ক্রিকেটার। হুক-পুল তোমার স্বাভাবিক শট নয়।” সেহবাগের এই মন্তব্য নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল সমাজ মাধ্যমে। যদিও গতকাল বিরুকে নিয়ে মুখই খোলেননি সাকিব।

Read Also: T20 World Cup 2024: ২০২৬-এর টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত ৮ দল, বাদ যাচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মত হেভিওয়েটরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *