দক্ষিণ আফ্রিকা প্রিমিয়ার লিগে অসাধারণ প্রদর্শন দেখিয়ে আসছেন একেরপর এক ক্রিকেটার। গতকাল মুখোমুখি হয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস ও ডারবান সুপার জায়ান্টস। ক্রিকেট প্রেমীদের জন্য এই ম্যাচ ছিল একেবারে সিনেমার মতো। ২০২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে পরাজিত হলো ডিএসজি। রান তাড়ায় সুপার জায়ান্টস দলের ভরসা রেখেছিল জস বাটলারের (Jos Buttler) উপর। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার একাই লড়াই চালিয়েছেন ক্যাপিটালসের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে। অন্যদিকে ক্যাপিটালসের হয়ে অসাধারণ ১০১ রানের ইনিংস খেলেন সাই হোপ (Shai Hope)।
হোপের ব্যাটে ক্যাপিটালসের আধিপত্য

প্রথমে ব্যাট করতে নেমে ক্যাপিটালস দুর্দান্ত শুরু করে। ওপেনার শাই হোপ ও কনর এস্টারহুইজেন গড়ে তোলেন ১০১ রানের জুটি। এস্টারহুইজেন ৩৭ রান করে ফিরলেও হোপ ছিলেন দুরন্ত।একপ্রান্ত আগলে রেখে নিয়মিত বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে এগোতে থাকেন তিনি। ৬৯ বলের ইনিংসে ৯টি চার ও ৯টি ছক্কায় ১১৮ রানের দুরন্ত ইনিংস খেলেন সাই হোপ। তার ইনিংসেই ভর করে ক্যাপিটালস তোলে শক্ত সংগ্রহ ৪ উইকেটে ২০১। যেটি অবশ্য তাড়া করা মোটেও সহজ ছিল না। এই লক্ষ্য তাড়া করতে নেমে সুপার জায়ান্টসের ভরসা ছিলেন জস বাটলার (Jos Buttler)। শুরু থেকেই তিনি দেখান কেন তিনি বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটারদের একজন।
Read More: ‘বাবা আমাকে কু-নজর দিতেন….’, জীবনের অন্ধকার অধ্যায় ফাঁস করলেন দীপক চাহারের দিদি মালতী !!
একপ্রান্ত ধরে রেখে ধীরে ধীরে ম্যাচ নিজেদের দিকে টানছিলেন তিনি। কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় চাপ বাড়ে। ঠিক তখনই লুঙ্গি এনগিডি ম্যাচে আগুন ঢালেন। ১৮ তম ওভারে টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকের মালিক হন তিনি। সেই ওভারেই সুপার জায়ান্টসের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষ ওভারে দরকার ছিল ২২ রান। বাটলার স্ট্রাইকে থাকলেও প্রথম দুই বলেই রান আসেনি। বাটলার অবশ্য ৯৭ রানে অপরাজিত থাকেন। বাটলার এদিন ৫২ বলে ৯ টি চার ও ৫টি ছক্কা হাঁকান।