shahidi-afridi-trolled-on-twitter

লেগ বিফোর উইকেট- এই শব্দবন্ধই বেকায়দায় ফেললো শাহীদ আফ্রিদিকে (Shahid Afridi)। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সম্প্রতি একটি টেলিভিশন শো’তে গিয়েছিলেন, সেখানেই একটি খেলায় কানে হেডফোন লাগিয়ে দেওয়া হয় আফ্রিদির (Shahid Afridi)। জোরে চালিয়ে দেওয়া হয় গান। উপস্থিত সঞ্চালকদের ঠোঁটের নড়াচড়া দেখে শব্দ অনুমান করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিলো তাঁকে। প্রথম শব্দ ছিলো ক্রিকেট সম্পর্কীত। সঞ্চালক বলেন, ‘লেগ বিফোর উইকেট’। উত্তর খুঁজতে নাজেহাল হতে দেখা গেলো পাক ক্রিকেটের লালা’কে। ‘লেগ’ এবং ‘বিফোর’ বহুক্ষণের প্রচেষ্টায় এই দুই শব্দ উদ্ধার করতে পারলেও ‘উইকেট’ আর বলে উঠতে পারেন নি তিনি। শেষমেশ রণেভঙ্গ দিতে দেখা গেলো সঞ্চালকদেরও।

বহু প্রচেষ্টার পরেও উত্তর আসে নি আফ্রিদির (Shahid Afridi) থেকে। সময় শেষের ঘোষণার পর কান থেকে হেডফোন খুলে দেওয়া হয় তাঁর। তাঁকে জানানো হয় উত্তর। চমকের তখনও বাকি ছিলো খানিক। উত্তর শুনে আকাশ থেকে পড়তে দেখা যায় আফ্রিদিকে। তিনি প্রশ্ন করেন, “লেগ বিফোর উইকেট কি?” আফ্রিদির প্রশ্নে চমকান সঞ্চালকও। তবুও বলেন, “LBW।” এরপরেও থামার নাম নেন নি প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। বলেন, “এটা কি ক্রিকেটীয় পরিভাষা? প্রথমবার শুনছি এমনটা। হিট-উইকেট হয় শুনেছি।” বাধ্য হয়েই সঞ্চালককে বলতে হয়, “LBW বলতে লেগ বিফোর উইকেট বোঝায়।”  পরিস্থিতি সামলাতে মঞ্চে উপস্থিত আরেকজনকে দেখা যায় সঞ্চালকের দিকেই হেডফোন এগিয়ে দিতে।

পাকিস্তানের হয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শাহীদ আফ্রিদি (Shahid Afridi) । ২৭ টেস্ট, ৩৯৮ একদিনের ম্যাচ এবং ৯৯টি টি-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর ঝোড়ো ব্যাটিং বা কার্যকরী বোলিং-এর ভক্ত রয়েছে দেশে-বিদেশে ছড়িয়ে। পাক দলের হয়ে ১৭১৬ টেস্ট রান, ৮০৬৪ ওডিআই রানের মালিক তিনি। টি-২০তে করেছেন ১৪১৬ রান। বোলার হিসেবে তিন ফর্ম্যাটে নিয়েছেন ৪৮, ৩৯৫ এবং ৯৮ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি। ‘লেগ বিফোর উইকেটের’ মত ক্রিকেটের সাথে জড়িত সাধারণ শব্দবন্ধ জানেন না আফ্রিদি (Shahid Afridi)? বিষয়টি অবাক করেছে নেটিজেনদের। কটাক্ষ করতে ভোলেন নি তাঁরা।

‘লালা’র থেকে এটা অবিশ্বাস্য’ লিখেছেন জনৈক আফ্রিদি (Shahid Afridi)  ভক্ত। ‘জাতীয় দলে খেলতে গেলে আগে যদি লিখিত পরীক্ষা দিতে হয়ত, তাহলে নিশ্চয় ফেল করত আফ্রিদি’ কটাক্ষ আরেক নেটনাগরিকের। পড়শি দেশের ক্রিকেট কিংবদন্তিকে বেকায়দায় পড়তে দেখে হাসির রোল ভারতীয় সমাজমাধ্যমেও। ‘আফ্রিদির ব্রেন ফেড হয়েছে’ লিখেছেন একজন। ক্রিকেটার জীবনে বয়স কমিয়ে খেলার অভিযোগ উঠেছিলো আফ্রিদির (Shahid Afridi) বিরুদ্ধে। সেই ঘটনা স্মরণ করিয়ে এক নেটিজেন বলেছেন, “যার বয়স ১০ বছর ধরে ১৬তে আটকে রয়েছে, তাকে এলবিডব্লু’র পুরো কথা জিজ্ঞাসা করাই বৃথা।”

দেখে নিন ট্যুইটার চিত্র-

Also Read: “ভালো মানুষের সঙ্গে ভালোই হয়…”, বিশ্বকাপ শুরুর আগে বিরাট প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আখতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *