চোখে-মুখে একরাশ হতাশা নিয়ে একা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি (Shahid Afridi)। ব্যালকনি থেকে তাকিয়ে রয়েছেন মাঠের দিকে। আসলে, কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নেন যুবরাজ সিংরা (Yuvraj Singh)। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছিয়েছে। ভারতীয় দল এই নিয়ে দ্বিতীয় বারের জন্য পাকিস্তানের মুখোমুখি রাজি হলো না। প্রথমে গ্রুপ পর্বে খেলার বিষয়ে বেঁকে বসেন হরভজন-ধাওয়ানরা। এরপর দুই দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে কিনা তা নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। তবে, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে ভারতীয় দল। সেমিফাইনালের মেগা ম্যাচে পাকিস্তানের সামনে মাঠের নামতে নারাজ ছিল ভারতীয় দল।
ভারতের না খেলা নিয়ে কটাক্ষ করেছিলেন শহীদ আফ্রিদি

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির (Shahid Afridi) একটি ভিডিও ভাইরাল হয়েছে। আসলে, এদিন সেমিফাইনালে এজবাস্টনে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। আর ভারতীয় দল তা খেলতে অস্বীকার জানায় এবং সেখানে আফ্রিদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে ভারতীয় দলকে তখন মাঠ ছাড়তে দেখা যায়। ভারত গ্রুপ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামেনি, এরপর সেই পাকিস্তানের বিরুদ্ধেই ভারতকে সেমিফাইনালে খেলার কথা ছিল। তবে, ভারত সেমিফাইনাল উঠতেই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, “জানি না এবার কোন মুখ নিয়ে খেলবে, তবে খেলতে আমাদের সঙ্গে হবেই।” কিন্তু আফ্রিদির মন্তব্য বুমেরাং হয়ে ফিরে যায় নিজের কাছেই। কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলার বদলে, টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়া বেছে নেয় ভারতীয় দল।
Read More: চন্দ্রকান্তের পর ছাঁটাই ডোয়েন ব্র্যাভো’ও, নয়া মেন্টরের সন্ধানে নাইট রাইডার্স !!
সেমিফাইনাল ম্যাচ বয়কট করলো টিম ইন্ডিয়া

শহীদ আফ্রিদি ভেবেছিলেন যে, যেহেতু ভারতীয় দল সেমিফাইনাল পৌঁছিয়েছে এবং এটি নক আউট ম্যাচ তাই যাই হোক না কেন ভারত হয়তো পাকিস্তানের মুখোমুখি হবে। তবে, মাথা উঁচু করেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেয় যুবরাজরা। একটি বিবৃতিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “ভারত চ্যাম্পিয়নদের সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্তকে আমরা সম্মান করি।” ভারত ও পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং সাম্প্রতিক পেহেলগাঁও সন্ত্রাসী হামলার কারণে, ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বস্তি বোধ করছিলেন। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) গ্রুপ পর্যায়ে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, সেমিফাইনালে প্রতিপক্ষ দল যদি পাকিস্তান হয়, তাহলে তিনি খেলতে অস্বীকৃতি জানাবেন। পয়েন্ট তালিকায় পাকিস্তান শীর্ষে এবং ভারত চতুর্থ স্থানে তাদের অভিযান সমাপ্ত করায় ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ছিল। তবে, ভারত এই ম্যাচ খেলতে অস্বীকার জানিয়ে দিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় দল বিশ্ব লেজেন্ডস লিগ থেকে বিদায় নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পরেই ভাইরাল হয় হতাশ মুখে তাকিয়ে থাকা আফ্রিদির ভিডিও।