পাকিস্তান ক্রিকেট(Pakistan Cricket Team) দলের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi) আর বিতর্কের বেশ গভীর সম্পর্ক। বারবার বিতর্কের কারণেই শিরোনামে উঠে আসেন তিনি। এর মধ্যেই আবারও তিনি শিরোনামে উঠে এসেছেন। এবার সরাসরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন এই তারকা অলরাউন্ডার। কারণ সরাসরি বিসিসিআইকে হুমকি দিয়েছেন আফ্রিদি।
বিসিসিআইকে সরাসরি হুমকি দিলেন আফ্রিদি
গত বছর কাশ্মীর প্রিমিয়ার লীগ (KPL) লঞ্চ করা হয়েছিল। শুরু থেকেই আলোচনায় ছিল এই লীগটি। আর এই লীগ নিয়েই পাকিস্থানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি বিসিসিআইকে হুমকি দিয়েছেন। কেপিএলে আফ্রিদি সহ পাকিস্তানের বড় তারকারা অংশ নেন। কেপিএলকে মঞ্জুরি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যেই আফ্রিদি ভারতীয় খেলোয়াড়দের এই লীগে অংশ না নেওয়ার জন্য বিসিসিআইয়ের উপর চাপ তৈরি করতে বোর্ডকে নিশানা বানিয়েছে।
পাকিস্তানের সংবাদসংস্থা জিয়ো নিউজের খবর অনুযায়ী শাহিদ আফ্রিদিকে কেপিএল-২ এর ব্র্যান্ড অ্যাম্বাসডর নিযুক্ত করা হয়েছে। এই উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় যে তিনি এই লীগ নিয়ে বিসিসিআইকে কী মেসেজ দিতে চান? এর জবাব দিয়ে আফ্রিদি বলেন, “বিসিসিআইকে আমার একটাই মেসেজ যে কেপিএল ২ অনুষ্ঠিত হচ্ছে”।
বিসিসিআই কখনই কেপিএলকে দেয়নি গুরুত্ব
প্রসঙ্গত, বিসিসিআই কেপিএল অর্থাৎ কাশ্মীর প্রিমিয়ার লীগকে কখনওই গুরুত্ব দেয়নি। তবে, বিসিসিআই এই টুর্নামেন্ট নিয়ে আপত্তি প্রকাশ করেছিল। এর কারণ এই টুর্নামেন্ট পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে খেলা হয় আর পিওকে নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে ঝামেলা চলছে।
গত বছর বিসিসিআইয়ের আপত্তি জানানোর পর ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর আর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হার্সেল গিবস সহ বিদেসী খেলোয়াড়রা নিজেদের নাম তুলে নিয়েছিলেন। এখন এটা দেখা ইন্টারেস্টিং হবে যে বিসিসিআই আফ্রিদিকে কড়া জবাব দিতে পারে কি না।