এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল। দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় এই ম্যাচ হবে কিনা তা নিয়ে চিন্তার মধ্যে ছিলেন কর্মকর্তারা। সমস্ত জল্পনা কাটিয়ে এই বছর টুর্নামেন্টে দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়। তবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ম্যাচে কোনরকম সৌজন্য দেখাননি। ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়নি। এরপরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন শহীদ আফ্রিদি (Shahid Afridi)।
Read More: ৬,৬,৬,৬,৬… শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝড় তুললেন মহম্মদ নবী, যুবরাজের রেকর্ড ভাঙতে ভাঙতে বাঁচলো !!
মোদীকে আক্রমণ আফ্রিদির-

এই বছর পাহেলগামে কাশ্মীরে সাধারণ পর্যটকদের ওপর জঙ্গি সংগঠনের হামলা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলেছিল। পাকিস্তান এই বর্বরোচিত ঘটনায় জড়িয়ে থাকায় ভারতীয় সেনাবাহিনী প্রত্যুত্তর দেয়। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে পৌঁছেছে। এর মধ্যে এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাক (IND vs PAK) ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের আচরণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।
শহীদ আফ্রিদি (Shahid Afridi) হ্যান্ডশেক বিতর্কের সমালোচনা করতে গিয়ে ভারতীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, “ইসরাইল যেভাবে গাজার সঙ্গে আচরণ করেছে ভারতও পাকিস্তানের সঙ্গে সেইরকম করতে চায়। একটা ইসরাইল কি যথেষ্ট নয়? ভারতও ইসরাইলের মতো হয়ে ওঠার চেষ্টা করছে। ভারতে এখন যে সরকার রয়েছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। ওই দেশে হিন্দু-মুসলিম ভাগ করা হয়। এইভাবেই সরকারে আসে ওরা। আমি এই মনোভাবকে সমর্থন করি না। যতদিন এই সরকার থাকবে ততদিন এরকম পরিস্থিতি চলবে।”
আবারও মুখোমুখি ভারত-পাক-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) ম্যাচে লড়াইয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল সালমান আলী আঘার (Salman Ali Agha) দল। প্রথম ইনিংসে তারা কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেলের (Axar Patel) মতো স্পিনারদের বোলিং দাপটে চাপের মুখে পড়ে গিয়েছিল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে পাক বাহিনী। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
এরপর সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এসে দলের হাল ধরেন। তিনি ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন। ফলে ভারত ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে নেয়। অন্যদিকে গ্ৰুপ ‘এ’তে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার ৪’এ জায়গা করে নিয়েছে পাকিস্তান। এই পর্বে আবারও তারা মুখোমুখি হতে চলেছে ব্লু ব্রিগেডদের সঙ্গে। রবিবার ২১ সেপ্টেম্বর এই হাইভোল্টেজ ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।