"চা খাবে নাকি?..", যুদ্ধ আবহে পুরোনো ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে শিখর ধাওয়ানকে কটাক্ষ করলেন শহীদ আফ্রিদি !! 1

পাকিস্তানের সঙ্গে ভারতের (IND vs PAK) ক্রিকেট ম্যাচের উত্তেজনা অনান্য ম্যাচের থেকে অনেকটাই বেশি থাকে। দীর্ঘদিন দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকার কারণে মাঝে মধ্যেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আবারও ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক লড়াই। যুদ্ধের জন্যেও প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। এইরকম পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ। শহীদ আফ্রিদির (Shahid Afridi) করা অপমানজনক মন্তব্যের এবার কড়া জবাব দিয়েছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এবার আফ্রিদির উপহাস সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছে।

Read More: IPL 2025: চোট পেয়ে মাঠ ছাড়লেন রাহানে, মাথাব্যথা বাড়লো নাইট রাইডার্স শিবিরের !!

আফ্রিদির ভারত বিদ্বেষী মন্তব্য-

"চা খাবে নাকি?..", যুদ্ধ আবহে পুরোনো ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে শিখর ধাওয়ানকে কটাক্ষ করলেন শহীদ আফ্রিদি !! 2
Shahid Afridi | Image: Getty Images

ভারতের পেহেলগামে প্রতি বছর হাজার হাজার পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ করেন। সম্প্রতি এইরকম নিরীহ পর্যটকদের ওপর জঙ্গিরা নির্মমভাবে গুলি চালায়। ফলে ২৬ জনের মৃত্যু হয়। এরপর এই হামলার পিছনে পাকিস্তানের যোগ আছে বলে খবর সামনে আসে। যা নিয়ে বর্তমানে বিশ্ব রাজনৈতিক মঞ্চ উত্তাল হয়েছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি (Shahid Afridi)। তিনি বলেছিলেন, “যদি ভারতে একটা বাজি ফাটে ওরা পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে দেয়। কাশ্মীরে তোমাদের আট লক্ষ শক্তিশালী সেনাবাহিনী আছে। তারপরেও এইরকম ঘটনা ঘটেছে। এর মানে হলো তোমরা সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে পারছো না। সব অকর্ম, অদক্ষ সেনা। পাকিস্তানই কেন, তার জন্য একটা প্রমাণ দাও?”

ধাওয়ানের প্রত্যুত্তর আফ্রিদির জবাব-

"চা খাবে নাকি?..", যুদ্ধ আবহে পুরোনো ভয়াবহ স্মৃতি উস্কে দিয়ে শিখর ধাওয়ানকে কটাক্ষ করলেন শহীদ আফ্রিদি !! 3
Shikhar Dhawan | Image: Getty Images

শহীদ আফ্রিদির (Shahid Afridi) এই অপমানজনক মন্তব্য একেবারেই মেনে নিতে পারেননি শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তিনি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছিলেন, “কারগিল যুদ্ধেও হারিয়ে ছিলাম। এমনিতেই অনেকটাই নিচে নেমে গেছো, আর কতো নিচে নামবে। অপ্রয়োজনীয় মন্তব্য বন্ধ করে দেশের উন্নতি নিয়ে মাথা ঘামাও। আমাদের সেনাবাহিনী নিয়ে আমাদের গর্ব আছে। ভারত মাতা কি জয়! জয় হিন্দ !” এরপর বিতর্কের মধ্যে শহীদ আফ্রিদি (Shahid Afridi) ধাওয়ানকে উত্তর দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “হার-জিত ছেড়ে আসো একসাথে চা খাই।” সঙ্গে এই পাক তারকা সেনাবাহিনীর পোশাক পরা ছবি পোস্ট করেছিলেন এবং তার হাতে ছিলো চায়ের কাপ। এই চা খাওয়ার আমন্ত্রণ আসলে উপহাস ছিলো। এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) মনে করিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে অভিনন্দন যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের মাটিতে দুর্ঘটনার মধ্যে পড়েন। প্রতিবেশী সেনাবাহিনীদের হাতে আটক হওয়ার পর তাকে চা খেতে দেওয়া হয়েছিল। অভিনন্দন ভারতে এসে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। যা নিয়ে বর্তমানে একাধিক মিম বানানো হয়।

Read Also: ‘আইকন’ সূর্য-শ্রেয়সরা, আইপিএলের মাঝেই নতুন লীগে নাম লেখালেন এক ঝাঁক তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *