Shahid Afridi on Indian Army

প্রতিটি ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে সন্মান এনে দেওয়ার চেষ্টা করেন। ব্যাক্তি ক্রিকেটারের থেকে তারা সবসময় দেশকে আগে রাখেন। ফলে সম্প্রতি কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটাররা গর্জে উঠেছেন। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ থাকায় সামনে এসেছে। ফলে এই প্রতিবেশী দেশকে যোগ্য জবাব দেবে ভারত বলে উল্লেখ করেছেন তারা। এর মধ্যেই পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির (Shahid Afridi) বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। ভারতীয় সেনাবাহিনীদের অপমান করায় সমালোচনার মুখে পড়েছেন এই পাক ক্রিকেটার।‌

Read More: চলতি আইপিএলেই বদলে যাচ্ছে KKR’এর হেড কোচ, অভিষেক নায়ার পাচ্ছেন এই গুরু দায়িত্ব !!

ভারতকে অপমান আফ্রিদির-

"সব অকর্ম, অদক্ষ সেনা..", কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারতকে অপমান করলেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি !! 1
Shahid Afridi | Image: Getty Images

ভারতের পেহেলগামে সম্প্রতি জঙ্গিরা ২৬ জন নিরীহ পর্যটকদের নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই ঘটনার তদন্তে নেমে পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে বলে জানতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেই তথ্য সামনে আসতেই পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভারত। এই আবহে এবার পাকিস্তানের তারকা ক্রিকেটার আফ্রিদি (Shahid Afridi) নিজের দেশের পাশে দাঁড়িয়ে এই ঘটনার জন্য ভারতকেই দোষারোপ করলেন। পাকিস্তান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি ভারতে একটা বাজি ফাটে ওরা পাকিস্তানের ওপর দোষ চাপিয়ে দেয়। কাশ্মীরে তোমাদের আট লক্ষ শক্তিশালী সেনাবাহিনী আছে। তারপরেও এইরকম ঘটনা ঘটেছে। এর মানে হলো তোমরা সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে পারছো না। সব অকর্ম, অদক্ষ সেনা।”

সংবাদমাধ্যমকে আক্রমণ আফ্রিদির-

"সব অকর্ম, অদক্ষ সেনা..", কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারতকে অপমান করলেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি !! 2
Shahid Afridi | Image: Getty Images

ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেই থেমে থাকেননি শহীদ আফ্রিদি (Shahid Afridi)। তিনি ভারতীয় মিডিয়াদের বিরুদ্ধেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। এই পাক ক্রিকেটার বলেন, “অবাক করা বিষয় যে হামলার ঘটনায় পর এক ঘন্টার মধ্যেই ভারতীয় মিডিয়া বলিউডের মতো নাটক করতে শুরু করলো। সবকিছুকে তোমারা বলিউড বানিয়ে দিও না। আমি ভারতীয় সংবাদমাধ্যমের খবর উপস্থাপনা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তাদের কথা বলার ধরণ আমার মজা লাগছিলো। চিন্তাভাবনা দেখুন, এরা আবার নিজেদের শিক্ষিত বলে দাবি করে। দু-একজন ভারতীয় ক্রিকেটার আছেন যারা দীর্ঘদিন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন, দেশের হয়ে তারা এক সময় শীর্ষ ক্রিকেটারদের তালিকায় ছিলেন তারাও পাকিস্তানকে দোষ দিচ্ছে। পাকিস্তানই কেন, তার জন্য একটা প্রমাণ দাও?”

Read Also: ব্যাঙ্গালুরুর জয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR, এই সমীকরণে করবে কোয়ালিফাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *