World Cup 2023: “ভারতে যাওয়া বয়কট…” বিশ্বকাপ নিয়ে পাকিস্তান দলকে পরামর্শ দিলেন শাহীদ আফ্রিদি !! 1

World Cup 2023: ভারত বনাম পাকিস্তান দড়ি টানাটানি যেন মিটেও মিটছে না গত কয়েক মাসে। দুই দেশের ক্রিকেট কূটনীতির লড়াইয়ের শুরুটা হয়েছিলো এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে। ২০২৩ এর এশিয়া কাপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী হওয়ার কথা ছিলো পাকিস্তানের মাটিতে। কিন্তু ২০২২-এর অক্টোবরে দ্বিতীয়বারের জন্য বিসিসিআই-এর সচিব পদে নির্বাচিত হয়ে জয় শাহ (Jay Shah) জানিয়ে দেন যে পাকিস্তানে কোনো মূল্যেই পা রাখবে না ভারতীয় দল। বরং এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজিত হবে কোনো নিরপেক্ষ দেশে।

এই মন্তব্যের তীব্র বিরোধিতা আসে সীমান্তের ওপার থেকে। পাকিস্তানের তরফে আক্রমণ শানানো হয় ভারতকে উদ্দেশ্য করে। দুই ক্রিকেট বোর্ডের লড়াইতে জড়িয়ে পড়েন সৈয়দ আনোয়ার, শাহীদ আফ্রিদিদের মত প্রাক্তন ক্রিকেটার। ভারত থেকেও পালটা দেন আকাশ চোপড়া, ইরফান পাঠানরা। এমনিতে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বহুদিন। এর মধ্যে এশিয়া কাপ বিতর্ক ক্রিকেট সম্পর্কের আরও অবনতি ঘটায়।এশিয়া কাপ (Asia Cup 2023) ইস্যুতে বহু কাঠখড় পুড়িয়ে, অনেক বৈঠকের পর অবশেষে মিলেছে সমাধানসূত্র। চারটি ম্যাচ আয়োজন করছে পাকিস্তান। ভারতের ম্যাচ, নক-আউট পর্ব-সহ বাকি সব ম্যাচের আয়োজক শ্রীলঙ্কা।

এই টানাপোড়েন থেকে বেরিয়ে আসার পরেই নতুন বিতর্ক দানা বেঁধেছে দুই দেশকে ঘিরে। ভারতে আয়োজিত হতে চলা একদিনের বিশ্বকাপ নিয়ে বেঁকে বসেছে পাকিস্তান। এর আগে রামিজ রাজা (Ramiz Raja), নাজম শেঠির (Najam Sethi) মত পাক বোর্ড কর্তারা বিশ্বকাপ (ICC World Cup) বয়কটের দাবী তুলেছিলেন। এবার গোটা বিষয়টিতে জড়িয়ে গিয়েছে পাকিস্তান সরকারের নামও। দিনকয়েক আগেই বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী। পিসিবি’র তরফে সরাসরি প্রধানমন্ত্রীকে যে চিঠি লেখা হয়েছিলো, তারও প্রকাশ্যে নিন্দা করেছে পাক সরকার। এমতাবস্থায় অনিশ্চিত বাবর-বাহিনীর বিশ্বকাপ অভিযান। জট কাটাতে শেষমেশ বার্তা দিলেন প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রিদি (Shahid Afridi)।

Read More: “বাবরের থেকে বিরাটকে আউট করা সহজ”, বিশ্বকাপের আগে পাক পেসারের বিষ্ফোরক বয়ানে চাঞ্চল্য !!

বিশ্বকাপ নিয়ে আপত্তি তুলেছে পাক বোর্ড-

World Cup 2023: “ভারতে যাওয়া বয়কট…” বিশ্বকাপ নিয়ে পাকিস্তান দলকে পরামর্শ দিলেন শাহীদ আফ্রিদি !! 2
Pakistan Cricket Team

আইসিসির তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী বিশ্বকাপের (ICC World Cup 2023) মেগা ম্যাচে ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই নিয়ে অষ্টমবার উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সম্মুখ সময়ে নামবে একদিনের বিশ্বকাপে। এর আগের ৭টি সাক্ষাতের প্রতিটিতেই জিতেছে ভারত। এবারও ফলাফলই একই রাখার চেষ্টা থাকবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)।

আইসিসি’র তরফে এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। কিন্তু ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান। আহমেদাবাদে ভারতের মুখোমুখি হতে রাজী নয় তারা। ক্রিকেটারদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে তারা। খসড়া সূচী সামনে আসার পরেই পাক বোর্ডের তরফে এই ম্যাচের মাঠ বদলানোর আবেদন করা হয়েছিলো। কিন্তু তাতে কোনো ফল হয় নি। চূড়ান্ত সূচীতেও আহমেদাবাদকেই এই মহাম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে।ভারত-পাক ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধেও ম্যাচের জায়গা পরিবর্তনের আবেদন জানিয়েছিলো পাকিস্তান।

আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইতে এবং অজিদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলার ব্যাপারে সম্মত ছিলো না তারা। এক্ষেত্রেও পাকিস্তানের দাবী মানে নি আইসিসি। অপরিবর্তিত রয়েছে ম্যাচের জায়গা। অতীতে পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিলো মুম্বই। শিবসেনা সমর্থকেরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ খুঁড়ে দিয়েছিলেন। ২০২৩ বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনাল আয়োজিত হবে ওয়াংখেড়েতে। পুরনো স্মৃতি মনে রেখে মুম্বইতে খেলা নিয়েও দ্বিধায় পাকিস্তান বোর্ড (PCB)। এক বিবৃতিতে পাকিস্তান বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ, ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে খেলা বা যোগ্যতা অর্জন করলে মুম্বইতে সেমিফাইনাল খেলার ব্যাপারটা পুরোটাই নির্ভর করছে সরকারের ছাড়পত্র পাওয়ার উপর

আফ্রিদির পরামর্শ পাকিস্তানকে-

Shahid Afridi | World Cup 2023 | Image: Getty Images
Shahid Afridi | Image: Getty Images

ভারতে বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে আসা নিয়ে দ্বিধায় রয়েছে পাকিস্তান। পিসিবির তরফে জানানো হয়েছে যে গোটা বিষয়টি দেখছে তাদের দেশের সরকার। বিদেশমন্ত্রক ছাড়পত্র দিলেই একমাত্র ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবেন বাবর আজমরা (Babar Azam)। বিশ্বকাপ প্রসঙ্গে পাকিস্তান সরকারের অবস্থান ঠিক কি,তা এখনই বলা যাচ্ছে না সঠিক ভাবে। প্রথমে শোনা গিয়েছিলো বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ দলকে ভারতে পাঠাতে পারে শাহবাজ শরিফের সরকার। তারা ফিরে গিয়ে সন্তোষজনক রিপোর্ট দিলে তবেই একমাত্র নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেবে বিদেশমন্ত্রক।

তবে এরই মধ্যে জটিলতা বাড়িয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি (Ehsaan Mazari)। তিনি প্রকাশ্যেই বলেছেন, “ভারত যদি নিজেদের এশিয়া কাপের ম্যাচগুলি বাইরের দেশে খেলতে চায়, পাকিস্তানও বিশ্বকাপের ম্যাচগুলি অন্য কোনো দেশে খেলার দাবী করতে পারে।” গোটা বিষয়টিতে রাজনীতির রঙ লাগায় পাকিস্তানের বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে ভারতে আসা যখন বিশ বাঁও জলে, তখন বাবর আজমদের উদ্দেশ্যে প্রাক্তন অধিনায়ক আফ্রিদির বার্তা, “আমি মনে করি পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিৎ নয়। বরং ওদের উচিৎ ভারতে যাওয়া এবং বিশ্বকাপ জয় করা।” এর আগেও আহমেদাবাদে খেলা নিয়ে পিসিবি’র আপত্তির সাথে সহমত পোষণ করেন নি আফ্রিদি। বলেন, “আহমেদাবাদে খেলায় সমস্যা কি? ঐ পিচে কি ভূত আছে?”

Also Read: World Cup 2023: “বিশ্বকাপ জিতবে না ভারত…” টুর্নামেন্ট শুরুর আগেই চাঞ্চল্যকর মন্তব্য যুবরাজ সিং-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *