shaheen-to-lead-pakistan-post-ct-2025

CT 2025: ঘরের মাঠে বাজিমাত করবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার দিনপাঁচেকের মধ্যেই চুপসে গিয়েছে সেই প্রত্যাশার ফানুস। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই হেরে বসেছিলো পাক দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২১ তাড়া করতে নেমে তারা থেমে গিয়েছিলো ২৬০ রানে। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি পাকিস্তানের জন্য হয়ে দাঁড়িয়েছিলো ‘ডু অর ডাই।’ সেখানেও নূন্যতম লড়াইটুকু উপহার দিতে পারলো না তারা। ৪৫ বল বাকি থাকতেই ‘মেন ইন গ্রিন’-এর ছুঁড়ে দেওয়া ২৪২ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া (Team India)। আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ছিটকে যেতে হয় পাকিস্তানকে। বড় মঞ্চে এই বিপর্যয় ভাবিয়ে তুলেছে পিসিবি কর্মকর্তাদের। সূত্রের খবর যে দিনকয়েকের মধ্যেই স্কোয়াডে বড়সড় রদবদলের পরিকল্পনা রয়েছে মহসীন নকভিদের।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিপর্যস্ত পাকিস্তান, বাবরদের হাল ফেরাতে কোচ হচ্ছেন যোগরাজ সিং ??

মেয়াদ ফুরোচ্ছে রিজওয়ানের ?

Muhammad Rizwan and Saud Shakeel | CT 2025 | Image: Getty Images
Muhammad Rizwan and Saud Shakeel | CT 2025 | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের পর বাবর আজম দ্বিতীয় বার সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দেন। তাঁর উত্তরসূরি হিসেবে মহম্মদ রিজওয়ানকে বেছে নেয় পিসিবি। নেতা হিসেবে শুরুটা ভালোই করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার। ওয়ান ডে’তে তাঁর হাত ধরে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারায় পাকিস্তান। ২২ বছর পর ক্যাঙারুদের ঘরের মাঠে সিরিজ জেতে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অ্যাওয়ে ভেন্যুতে ভালো পারফর্ম করেছিলো রিজওয়ানের (Muhammad Rizwan) পাকিস্তান। ৩-০ সিরিজ জিতে সমর্থকদের আশার আলো দেখাতে শুরু করেছিলেন তিনি। কিন্তু ছন্দপতন হয় দেশের মাঠে ত্রিদেশীয় সিরিজে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই বার হারে পাকিস্তান। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) ঘূরে দাঁড়ানোর ফর্মূলা আর খুঁজে বের করতে পারেন নি তিনি। প্রথমে কিউইরা, এবং পরে ভারতের বিপক্ষে হেরে ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্ট থেকে।

অতি রক্ষণাত্মক হতে গিয়ে রিজওয়ান ডুবিয়েছেন দলকে, উঠতে শুরু করেছে অভিযোগ। রিজওয়ান নিজেও যে হাল ছেড়ে দিয়েছেন তার আভাস মিলেছিলো ভারতের বিরুদ্ধে হারের পর। খাতায়-কলমে তখনও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) শেষ চারে যাওয়ার সম্ভাবনা ছিলো পাকিস্তানের। কিন্তু আত্মবিশ্বাস খুইয়ে অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা বলতেই পারি যে আমাদের (চ্যাম্পিয়ন্স ট্রফি) যাত্রা শেষ। এটাই সত্যি। অধিনায়ক হিসেবে আমি অন্যদের উপর নির্ভর করা পছন্দ করি না। যদি আদতেই আপনি ভালো হন, তাহলে সেটা মাঠে প্রমাণ করতে হয়। অন্যদের ফলাফল নিয়ে চিন্তা করা আমি পছন্দ করি না। নিউজিল্যান্ড আর ভারত আমাদের হারিয়েছে, সেটা মেনে নিচ্ছি। ওরা ভালো খেলেছে, আমরা খেলি নি।” কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করা রিজওয়ানের কম্ম নয়, মত অধিকাংশ বিশেষজ্ঞের।

শাহীন পেতে পারেন দায়িত্ব-

Shaheen Shah Afridi | Image: Getty Images
Shaheen Shah Afridi | Image: Getty Images

দুই দফায় অধিনায়ক থেকেও দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেন নি বাবর আজম। পারলেন না মহম্মদ রিজওয়ান’ও। এমতাবস্থায় সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। বাম হাতি পেসারকে ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের পর টি-২০ নেতৃত্ব দেওয়া হয়েছিলো। কিন্তু নিউজিল্যান্ড সফরে দল ১-৪ হারার পরেই সরিয়ে দেওয়া হয়। এক বছর পর ফের তাঁর উপরেই আস্থা রাখতে পারে পিসিবি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন শাহীন। তাঁর পক্ষে যাচ্ছে বয়স’ও। রিজওয়ান ৩০ পেরিয়েছিলেন ইতিমধ্যে। সেখানে শাহীনের বয়স মাত্র ২৪ বছর। অধিনায়ক পদে দীর্ঘমেয়াদী বিকল্প হয়ে উঠতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কিউইদের বিরুদ্ধে টি-২০ রয়েছে পাকিস্তানের, সেখানেই দায়িত্ব নিতে পারেন শাহীন।

Also Read: CT 2025: ‘শাঁখের করাত’ চ্যাম্পিয়ন্স ট্রফি, নাজেহাল দশা আয়োজক পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *