"জিম্বাবার...", ম্যাচের মাঝেই বাবর’কে ‘অপমান’ শাহীন আফ্রিদির, ফের প্রকাশ্যে পাক দলের অন্তর্দ্বন্দ্ব !! 1

পাকিস্তানের হতশ্রী ফর্ম অব্যাহত। দিনকয়েক আগেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ২-০ হোয়াইটওয়াশ হয়েছেন বাবর’রা (Babar Azam)। রাওয়ালপিন্ডির সেই বিপর্যয়ের পর মুলতানে ইংল্যান্ডের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারলো না পাক শিবির। ব্যাটিং সহায়ক ‘পাটা’ উইকেট বানিয়েও মুখ থুবড়ে পড়তে হলো তাদের। প্রথমে ব্যাটিং করে ৫৫৬ রান তোলে পাকিস্তান। বাবর আজম ব্যর্থ হলেও আবদুল্লাহ শফিক, শান মাসুদ’রা (Shan Masood) শতরান করেন। কিন্তু বোলিং ব্যর্থতায় রানের পাহাড় গড়েও চাপের মুখে পড়তে হয় পাকিস্তানকে। দেড় দিনে স্কোরবোর্ডে ৮২৩ রান তুলে ফেলে ইংল্যান্ড। দ্বিশতক করেন জো রুট (Joe Root), ত্রিশতক হ্যারি ব্রুকের। তৃতীয় ইনিংসে লিচ, কারসনদের দাপটে ২২০ গুটিয়ে যায় পাকিস্তান। হারতে হয় ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দল প্রথম ইনিংসে ৫০০ রান তুলেও ম্যাচ হারলো।

Read More: IND vs BAN, 3RD T20I TOSS REPORT: নিয়মরক্ষার ম্যাচে টস জিতলো ভারত, একাদশ ঘোষণা করে চমকে দিলেন সূর্যকুমার যাদব !!

বাবর-শাহীন সম্পর্কের ফাটল প্রকাশ্যে-

Babar Azam and Shaheen Shah Afridi | Image: Getty Images
Babar Azam and Shaheen Shah Afridi | Image: Getty Images

সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাবর আজমের (Babar Azam)। পাকিস্তানের ব্যাটিং সুপারস্টার প্রায় দুই বছর টেস্ট ক্রিকেটে কোনো অর্ধশতক অবধি করতে পারেন নি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশের বিরুদ্ধে জুটেছে টানা ব্যর্থতা। মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধেও দুই ইনিংসে করেছেন মাত্র ৩০ ও ৫। ইংল্যান্ডের ব্যাটিং-এর সময় জো রুটের (Joe Root) সহজ ক্যাচ হাতছাড়া করে সমস্যা জটিল করেছেন পাকিস্তানের জন্য। গত বছরেও বাবর সম্পর্কে বলতে গিয়ে পেসার হাসান আলি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “যখন আমরা সমস্যায় পড়ি তখন মনে করি যে ‘কিং’ কর লেগা।’ কিন্তু এরপরের টানা ব্যর্থতার ফলে দলে তাঁর গ্রহণযোগ্যতা কি কমছে? অন্তত মুলতানের ম্যাচের একটি ভিডিও সামনে আসার পর তেমনটাই মনে করছে ক্রিকেটমহল। সেখানে শাহীন নাকি ‘অপমান’ করেছেন বাবর’কে (Babar Azam), বলছে সোশ্যাল মিডিয়া।

জিম্বাবুয়ে বা অন্যান্য দুর্বল দলের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি রান করেন বাবর (Babar Azam)। শক্তিশালী দলের বিরুদ্ধে ব্যাট হাতে তাঁকে জ্বলে উঠতে বড় একটা দেখা যায় না। এই অভিযোগ প্রায়শই পাক ব্যাটিং তারকার বিরুদ্ধে করে থাকেন নিন্দুকেরা। বাবর’কে কটাক্ষ করে ডাকেন ‘জিম্বাবর’ বা ‘জিম্বু’ বলে। এর আগে এই নাম শুনে মেজাজ হারাতেও শোনা গিয়েছে প্রাক্তন পাক অধিনায়ক’কে। কিন্তু খোদ টিমমেটের মুখ থেকেই এমন কটাক্ষ শুনতে হতে পারে তেমনটা হয়ত কখনও ভাবেন নি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে বাম হাতি পেসার শাহীন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) দেখা গিয়েছে দূরে কোনো সতীর্থের উদ্দেশ্যে কিছু বলতে। ভিডিওতে কোনো আওয়াজ নেই। কিন্তু মুখের নড়াচড়া থেকে নেটজনতার ধারণা ‘জিম্বু’ ‘জিম্বু’ বলেই চিৎকার করছিলেন তিনি।

দেখে নিন ঘটনার ভিডিও-

নির্বাচক কমিটিতে বদল আনলো পিসিবি-

Aleem Dar | Image: Getty Images
Aleem Dar | Image: Getty Images

গত বছরের ওডিআই বিশ্বকাপের পর থেকেই নিয়মিত পাক দলের অন্দরে চোখে পড়েছে রদবদল। কখনও নেতৃত্ব থেকে সরানো হয়েছে বাবর আজম’কে (Babar Azam)। কখনও নির্বাচকের পদ ছেড়েছেন ওয়াহাব রিয়াজ, মহম্মদ ইউসুফ’রা। মিকি আর্থার’কে সরিয়ে নতুন কোচ করা হয়েছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাসম্পন্ন গ্যারি কার্স্টেনকে। কিন্তু এতকিছুর পরেও বিশেষ লাভ হয় নি। আন্তর্জাতিক আঙিনায় ক্রমেই পিছিয়ে গিয়েছে পাকিস্তান। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তারা রয়েছে সবার নীচে অর্থাৎ নয় নম্বরে। ঘুরে দাঁড়াতে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে দেখা গেলো পাকিস্তান ক্রিকেট বোর্ড’কে। জাতীয় দলের নির্বাচক কমিটিতে স্থান দেওয়া হলো সদ্য অবসর নেওয়া আম্পায়ার আলিম দার’কে (Aleem Dar)। ক্রিকেটার থেকে আম্পায়ার হওয়ার নজির রয়েছে, কিন্তু আম্পায়ারিং ছেড়ে নির্বাচক হওয়ার ঘটনা সম্ভবত দেখা যায় নি আগে।

Also Read: IND vs BAN: পছন্দের তারকাকে সুযোগ দিচ্ছেন কোচ গম্ভীর, তৃতীয় টি-২০তে অভিষেক এই তরুণ তুর্কি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *