IND vs PAK: ফাইনালে হার্দিক-সূর্যদের কোমর ভাঙতে একাই প্রস্তুত এই পাক তারকা !! 1

এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে (Asia Cup 2025 Final) ভারত ও পাকিস্তানের মহারণ ঘিরে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। দুই দলই ক্রিকেট বিশ্বে জনপ্রিয় এবং বিশ্বজুড়ে দলের কোটি কোটি ক্রিকেটপ্রেমী রয়েছেন। এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়া দুইবার পাকিস্তানকে পরাস্ত করেছে। গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারত পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করেছে, এরপর সুপার ফোরে ৫ উইকেটে পাকিস্তানকে হারায় ভারত। তবে, আবার একবার ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই দল। এবারের ফাইনালে পাকিস্তানকে হারানো সহজ হবে না।  মেগা ফাইনালে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) কোমর ভাঙতে প্রস্তুত পাকিস্তানি তারকা খেলোয়াড়।

ভারতের টপ অর্ডার ভাঙবেন শাহীন

Asia cup 2025
Shaheen Afridi | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে ফাইনালে পাকিস্তানের ভরসা হয়ে উঠবেন তাঁদের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ওভার পিছু ৬.৯১ রান করে মোট ৯ উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে গত দুই ম্যাচে উইকেট পাননি শাহীন (Shaheen vs Team India)। দুই ম্যাচে বেশ রান খরচ করেন তিনি। তবে অতিতে, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিকবার ত্রাস সৃষ্টি করেছেন তিনি। ফাইনালেও তাঁর বোলিং ভারতীয় ব্যাটিং লাইনআপকে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করাতে পারে। শাহীন আফ্রিদি নতুন বলের একজন ভয়ঙ্কর বোলার। শুরুতে উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দিলে মেগা ফাইনালে কিস্তিমাত করতে পারে পাকিস্তান। ভারতীয় টপ অর্ডারের বড় ভরসা অভিষেক শর্মা ও শুভমান গিলকে দ্রুত প্যাভিলিয়নে পাঠালে ভারত ব্যাকফুটে চলে যাবে। বল হাতে নয় ব্যাট হাতে এবারের এশিয়া কাপে মঞ্চ মাতাচ্ছেন শাহীন। ভারতের বিরুদ্ধে ১৬ বলে ৩৩ রান বানিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে তিনি স্লগার হিসাবে ব্যাটিং চালাতে পারেন।

আগেও ভারতকে চাপে ফেলেছেন শাহীন

IND vs PAK: ফাইনালে হার্দিক-সূর্যদের কোমর ভাঙতে একাই প্রস্তুত এই পাক তারকা !! 2
Shaheen Afridi | Image: Getty Images

শাহীন আগেও ভারতের টপ অর্ডার নাস্তানাবুদ করেছেন। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ওপেনিং জুটি (Indian Opening pair) ভেঙেছিলেন এবং দলকে প্রথম বারের জন্য আইসিসি ইভেন্টও জেতার সুযোগ করে দিয়েছিলেন। সেই স্মৃতি এখনও ভারতীয় সমর্থকদের মনে টাটকা। ফাইনালে পাকিস্তান যদি প্রথম কয়েক ওভারে ভারতীয় টপ অর্ডারকে চাপে ফেলতে চায়, তবে আফ্রিদির ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাহীনের নতুন বলে (new ball magic) বোলিংয়ে ভারতের ওপেনিং জুটি যদি তাড়াতাড়ি ভেঙে যায়, তবে মধ্যক্রমে চাপ তৈরি হবে, আর সেখানেই এগিয়ে যেতে চাইবে পাকিস্তান। ভারত পুরো এশিয়া কাপ জুড়ে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে আসছে, এখনও পর্যন্ত ভারতীয় দল অপরাজিত। অভিষেক যেভাবে শাহীন আফ্রিদিকে গত দুই ম্যাচে খেলেছেন তাতে কিছুটা হলেও চাপে থাকবেন শাহীন। তবে, একটা ভালো বল ম্যাচের রূপ পাল্টে দিতে পারে।

Read Also: বেশিদিন টিকবে না অভিষেকের টি-২০ ক্যারিয়ার, অতিরিক্ত আগ্ৰাসী হ‌ওয়াই ডেকে আনছে বিপদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *