shaheen afridi fought with masood

Shaheen Afridi: চলতি সময়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে পরাস্ত করে আপাতত সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালের এশিয়া কাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেটের জন্য সময়টা প্রকৃতপক্ষেই ভাল যাচ্ছে না। এমনকি দলের সাজঘরেও বিবাদের খবর প্রকাশ্যে উঠে আসছে।

হাতাহাতিতে জড়ালেন আফ্রিদি ও মাসুদ

Shaheen Afridi and Shan Masood
Shaheen Afridi and Shan Masood | Image: Twitter

সমাজ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে যেখানে পাকিস্তানি দলের মুখ্য পেসার শাহীন আফ্রিদি (Shaheen Afridi) ও দলের অধিনায়ক শান মাসুদকে (Shan Masood) দেখতে পাওয়া গিয়েছে। সাজঘরে নাকি এই দুই খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি দুই তারকা পাকিস্তানের এই ঝামেলা দেখে তাঁদের থামাতে যান মহম্মদ রিজওয়ান। তবে ঝামেলা থামাতে গিয়ে নিজেই মার খান রিজওয়ান।

Raed More: Shaheen Afridi: অশান্তির আবহ পাকিস্তান সাজঘরে, শাহীনের বিরুদ্ধে ‘অভব্যতা’র অভিযোগ কোচ কার্স্টেনের !!

দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছেন শাহীন আফ্রিদি (Shaheen Afridi)। দলের তারকা ফাস্ট বোলারকে মরণ-বাঁচন ম্যাচে সুযোগ না দিতেই সমাজ মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যায়। সূত্রের খবর অনুযায়ী, শান মাসুদের সঙ্গে বচসার জন্যই দল থেকে বাদ পড়তে হলো শাহীন আফ্রিদিকে। তবে পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি (Jason Gillespie) শাহিনের একাদশে না থাকার পিছনে অন্য একটি কারণ ব্যাখ্যা করেছেন।

দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন শাহীন

Shaheen Afridi
Shaheen Afridi | Image: Twitter

সদ্য পিতা হয়েছেন শাহীন, আর ব্যাক্তিগত কারণেই নাকি দ্বিতীয় টেস্ট থেকে বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিদি। শাহিনের বাদ যাওয়া প্রসঙ্গে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গিলেস্পি বলেন, “আমরা ওনার (শাহীন) সাথে ম্যাচের আগে কথা বলেছি, দলের ভারসাম্য বজায় রাখতে এমন দল বেছে নিতে হয়েছে। আমাদের সঙ্গে তিনিও একমত হয়েছেন। বিগত কয়েক সপ্তাহটা ওনার জন্য বেশ ঘটনাবহুল ছিল এমনকি উনি সদ্য বাবা হয়েছে। এই বিরতির কারণেই পরিবারের সঙ্গে তিনি একটু সময় কাটাতে পারবেন।”

Read Also: নিলামের আগেই IPL-কে বিদায় জানাবেন অশ্বিন, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত রাজস্থান রয়্যালসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *