সংযুক্ত আরব আমিরশাহীতে ২০২১ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। পাক বোলিং-এর আঘাতে নাভিশ্বাস উঠেছিলো ক্যাঙারুদের। এক সময় মনে হচ্ছিলো ফাইনালে উঠতে চলেছেন শোয়েব মালিক, বাবর আজমরা। আর নিশ্চিত ভাবেই ছিটকে যাবে অস্ট্রেলিয়া। সকল হিসেব নিকেশ উলটে দিয়ে সেদিন পাকিস্তানকে ছিটকে দিয়েছিলো উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের (Matthew Wade) একটা ইনিংস। ৯ বলে বাকি ১৮ রান, এমন অবস্থায় শাহীন আফ্রদিকে পরপর তিন বলে তিন ছক্কা হাঁকান ওয়েড। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। ফাইনালে নিজদের ট্রান্স-তাসমান প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপও জিতে নেয় তারা। ওয়েডের সেই তিন ছক্কা এখনও ভোলে নি পাক ক্রিকেটজনতা। ভুলতে পারেন নি ক্রিকেটাররাও। সম্প্রতি শাহীন আফ্রিদির (Shaheen Shah Afridi) এক মন্তব্যে পরিষ্কার হলো তা।
পাকিস্তানকে কাঁদানো ওয়েডকে কিনা দেখা যাবে PSL-এ-

আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট PSL। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্প্রতি নিজেদের দলের জন্য খেলোয়াড় বেছে নিতে দেখা গেলো দলগুলিকে। ড্রাফটের দিন আলো নিভে গিয়ে একপ্রস্থ বিপত্তির মুখে পড়তে হয় রামিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তবে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিলেন যিনি, সেই ম্যাথু ওয়েডকে (Matthew Wade) দলে নিলো করাচি কিংস ফ্র্যাঞ্চাইজি। দুবাইয়ের মাঠে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। ২০২১ সালের টুর্নামেন্টে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলো পাকিস্তান দল। প্রথমে ব্যাট করে তারা করে ১৭৬ রান। জবাবে শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষে ম্যাচ ঘুরিয়ে দেন ম্যাথু ওয়েড (Matthew Wade) এবং মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। স্টয়নিস ৩১ বলে ৪০ রান করেন। আর নিধনযজ্ঞে নামে ওয়েড ১৭ বলে ৪১ করে অপরাজিত থাকেন। যে ম্যাচে হার নিশ্চিত মনে হচ্ছিলো সেখানে পরপর তিন বলে ছক্কা মেরে এক ওভার বাকি থাকতেই অজিদের জিতিয়ে দেন তিনি। এখনও পাকিস্তান ক্রিকেটকে তাড়া করে বেড়ায় সেই তিন ছক্কার ভূত। ২০২২ টি-২০ বিশ্বকাপেও প্রায় একই জায়গা থেকে বিরাট কোহলির ব্যাটিং-এ হারতে হয়েছে পাকিস্তানকে। ওয়েডের বেলায় বোলার ছিলেন শাহীন, বিরাটের ব্যাটিং তাণ্ডব সহ্য করতে হয়েছে হ্যারিস রউফকে (Haris Rauf)।
ওয়েডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শাহীন আফ্রিদি-

আরও একবার মুখোমুখি হবেন ম্যাথু ওয়েড এবং শাহীন শাহ আফ্রিদি। PSL এর ময়দানে ওয়েড সুযোগ পেয়েছেন করাচি কিংস দলে। আর শাহীন লাহোর কলন্দর দলের অধিনায়ক। প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছেন ওয়েড, রাউন্ড-২ শেষে ফলাফল কি দাঁরায় দেখতে মুখিয়ে ক্রিকেটজনতা। ড্রাফটের পরে সমর্থকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন দুই তারকা পেসার শাহীন (Shaheen Shah Afridi) আর হ্যারিস রউফ। এক নেটিজেন শাহীনকে জানান, “গতকাল ড্রাফট ছিলো। ম্যাথু ওয়েড করাচি কিংস দলে গিয়েছে। করাচি দলে খেললেও আমরা ক্লিন বোলড চাই শাহীন। সেই তিন ছক্কার বদলা নিতেই হবে।” জবাব দেন শাহীনও। হাসতে হাসতে বলেন, “ আমি তো কাল বলছিলাম যে ওকে(ওয়েড) ওপেন করতে পাঠিও।” আফ্রিদির পাশেই বসেছিলেন হ্যারিস রউফ (Haris Rauf)। তিনিও বলেন, “করাচি কিংস যেই মুহূর্তে ওয়েডকে দলে নিলো, শাহীন আমায় বলছিলো যে ও চায় ওয়েড ওপেন করুক। তারপর না হয় দেখা যাবে।” চেনা শত্রুদের লড়াইতে আবার কি স্ফুলিঙ্গ ছিটকে বেরোয় সে দিকে নজর অবশ্যই থাকবে ক্রিকেটপ্রেমীদের। দেখে নিন সেই ভিডিওটি-
Team @lahoreqalandars captain @iShaheenAfridi and fast bowler @HarisRauf14 suggest @KarachiKingsARY management to send @MatthewWade13
to open the innings. pic.twitter.com/B2LlIzHRSZ— Syed Yahya Hussaini (@SYahyaHussaini) December 17, 2022