Shaheen Shah Afridi: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর রদবদলের পথে হেঁটেছিলো পাকিস্তান ক্রিকেট দল। ঢেলে সাজানো হয়েছিলো টি-২০ স্কোয়াড। মহম্মদ রিজওয়ান, বাবর আজমদের মত তারকাদের বাদ দিয়েছিলেন নির্বাচকেরা। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সলমন আলি আঘা (Salman Ali Agha)। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে এখন থেকেই এশিয়া কাপ ও আগামী বছরের টি-২০ বিশ্বকাপকে নিশানা করে এগোতে চায় পাক শিবির। সলমন মুখে যাই বলুন, পাকিস্তানের সমস্যা যে মেটে নি তার প্রমাণ পাওয়া গেলো নিউজিল্যান্ড সফরে। আইপিএলের কারণে প্রথম সারির কিউই তারকারা প্রায় সকলেই ভারতের। দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানকে রীতিমত নাস্তানাবুদ করলো ব্ল্যাক ক্যাপসরা। টিম সিফার্ট, ফিন অ্যালেনদের ঝড়ের সামনে টিকতেই পারলেন না শাহীন (Shaheen Shah Afridi), মহম্মদ আলিরা।
Read More: IPL 2025: পন্থকে পেতে খরচ ২৭ কোটি, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস স্কোয়াডে স্পষ্ট অভাব ভারসাম্যের !!
‘ঈগল’-এর ডানা ছাঁটলেন সিফার্ট-

আজ ডুনেডিনে টসে জিতে পাকিস্তানকে প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ জানান কার্যনির্বাহী কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। সলমন আলি আঘা ও শাদাব খান ছাড়া রানের মুখ দেখেন নি কেউই। বৃষ্টিস্নাত ম্যাচে ১৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৫ রান করে থামে পাক দল। বল হাতে প্রথম ওভারে কোনো রান খরচ করেন নি শাহীন আফ্রিদি (Shaheen Shah Afridi)। আশা জেগেছিলো পাকিস্তান শিবিরে। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই ম্যাচ সম্পূর্ণ ঢলে পড়ে নিউজিল্যান্ডের দিকে। মহম্মদ আলি’র বিরুদ্ধে তিনটি ছক্কা মারেন ওপেনার ফিন অ্যালেন। ১৮ হজম করার পর অভিজ্ঞ শাহীন’কে আবারও আক্রমণে এনেছিলেন পাকিস্তান অধিনায়ক। প্রতিপক্ষের রানের গতি কমানোর দায়িত্ব ছিলো বাম হাতি পেসারের উপর। কিন্তু দায়িত্ব পালনে চূড়ান্ত ব্যর্থ হলেন তিনি। শাহীনকে (Shaheen Shah Afridi) নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো ব্ল্যাক ক্যাপস ওপেনার টিম সিফার্টকে।
অফস্টাম্পের বাইরে প্রথম বল’টি রেখেছিলেন শাহীন (Shaheen Shah Afridi)। সিফার্টের জোরালো শট আছড়ে পড়ে মাঠের বাইরে। দ্বিতীয় বলটিকেও কিউই ওপেনারের শরীর থেকে দূরে রাখার চেষ্টায় ছিলেন পাক পেসার। কিন্তু সফল হন নি। কভারের উপর দিয়ে সাদা কুকাবুরাকে গ্যালারিতে উড়িয়ে দেন সিফার্ট। তৃতীয় ডেলিভারিটিতে কোনো রান হয়। চতুর্থ বলে আসে ২। এরপর ফের ঝলসে ওঠে সিফার্টের (Tim Seifert) ব্যাট। ডিপ মিড উইকেটের উপর দিয়ে পঞ্চম ডেলিভারিটিকে দর্শকদের মাঝে ছুঁড়ে ফেলেন তিনি। শেষ বলটিকেও প্রায় একই জায়গা দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ব্ল্যাক ক্যাপসদের উইকেটরক্ষক-ব্যাটার। প্রথম ওভারে মেডেন দেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারে ২৬ রান খরচ করেন শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। তাঁকে ‘ঈগল’ বলে ডাকেন অনুরাগীরা। আজ ডুনেডিনের বাইশ গজে সেই ঈগলের ডানাই যেন ছেঁটে দিলেন সিফার্ট।
দেখে নিন সিফার্টের দক্ষযজ্ঞ-
TIM SEIFERT SMASHING 4 SIXES IN AN OVER AGAINST SHAHEEN AFRIDI. 🥶pic.twitter.com/Q4jcTTW9Ar
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 18, 2025
বিপর্যয়ের সম্মুখীন পাকিস্তান দল-

নিউজিল্যান্ডের মাঠে বিপর্যয়ের সম্মুখীন পাকিস্তান দল। সিরিজের প্রথম টি-২০তে প্রথম ব্যাটিং করে মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কিউই বাহিনী। আজও ঘুরে দাঁড়াতে পারলো না তারা। ব্যাটিং ব্যর্থতার ফলে ১৩৫-এ গুটিয়ে যায় পাক শিবিরে। বল হাতেও ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারে নি ‘মেন ইন গ্রিন।’ শাহীন আফ্রিদি (Shaheen Shah Afridi) ৩ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ৩১ রান। উইকেটের ঝুলি থেকেছে শূন্য। ২ ওভারে ৩৪ রান খরচ করেছেন আরেক পেসার মহম্মদ আলি (Mohammad Ali)। ১০-এর বেশী ইকোনমি রেট রয়েছে জাহান্দাব খান ও শাদাব খানেরও। মারমুখী নিউজিল্যান্ড ১৩.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। সিরিজে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু ধুঁকতে থাকা পাকিস্তানের থেকে সাফল্যের আশা রাখতে পারছেন না কেউই।
Also Read: IPL 2025: অভিজ্ঞতায় আস্থা রাখলো দিল্লী, সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন এই তারকা ক্রিকেটার !!