‘সবসময় সেরাটা দিয়েও…’, খারাপ সময়ে নাইট তারকাদের পাশে শাহরুখ খান, করলেন এই মন্তব্য !! 1

এবারের আইপিএলে (IPL 2025) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রথম পাঁচ ম্যাচ মনের মতন গেল না। প্রথম পাঁচ ম্যাচেই ৩টি তে হারতে হয়েছে নাইট রাইডার্স দলকে। ঘরের মাঠে প্রথম মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে পরাজিত হয়েই মৌসুমের সূচনা করেছিল। এরপর, রাজস্থানের বিরুদ্ধে মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছিল নাইট বাহিনী। এরপর আবার মুম্বইয়ের কাছে লজ্জাজনক পরিণতির ফলে টেবিলের একদম তলানিতে পৌঁছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে রুদ্ধশ্বাস প্রদর্শন দেখিয়ে আবার জয়ের মুখ দেখেছিল রাহানে বাহিনী।

পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় এসেছে KKR শিবিরে

Ipl 2025
Kolkata Knight Riders | Image: Getty Images

তবে, গতদিন লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেবলমাত্র ৪ রানে হেরেছিল নাইট রাইডার্স। শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েও রিংকু সিং কিংবা অজিঙ্কা রাহানেরা এই ম্যাচটি জিততে সক্ষম হয়নি। সব মিলিয়ে কলকাতা শিবির এখন হতাশ। এবার সেই বিমর্ষ শিবিরে আশার বাণী শুনিয়ে গেলেন খোদ নাইট কর্ণধার কিং খান শাহরুখ খান। লখনউয়ের বিরুদ্ধে দুরন্ত লড়াই চালিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দল। তবে শেষমেষ ৪ রানে পরাজিত হতে হয়েছিল নাইট রাইডার্স দলকে। আর এই পরাজয়ের পর নাইট মালিক শাহরুখ খান একটি বার্তা ড্রেসিং রুমের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন। সেই বার্তা পড়ে শোনান নাইট রাইডার্সের সিইও ভেনকী মাইসোর।

তারকাদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন শাহরুখ

Ipl 2025
Shah Rukh Khan | Image: Getty Images

সেই বার্তায় শাহরুখ জানান, “এই পরাজয় বেশি দুঃখজনক, আমরা জয়েট খুব কাছেই ছিলাম। এই ম্যাচের অনেক কটি ইতিবাচক দিক রয়েছে। আমরা শেষ অব্দি লড়াই করেছি ও বড় রান করেছি।” শাহরুখ আরও লেখেন, “অনেক সময় সেরাটা দিয়েও সাফল্য আসে না। এটা তেমনই একটা দিন ছিল। এই হারটাকে ভুলতে হবে। আমাদের জয়ের জন্য শুধু একটা বল ও একটা হিট দূর থাকতে হয়েছে। সব কিছু ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা অনেকটাই ভালো খেলেছি, পরের ম্যাচের জন্য আমাদের অগ্রসর হতে হবে।” চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স তাদের পরবর্তী ম্যাচটি খেলতে চলেছে। এই ম্যাচটি উভয় দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ।

Read Also: IPL 2025: চেন্নাইয়ের বিরুদ্ধে বাদ পড়ছেন নারাইন, বিকল্প খুঁজে নিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *