shah-rukh-khan-receives-death-threat

২০১৪ থেকে ২০২৪, টানা দশ বছরের অপেক্ষার পর আইপিএল (IPL) ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে খেতাব জয়ের দিন শিশুর মত উচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছিলো দলমালিক শাহরুখ খান’কে (Shah Rukh Khan)। তরুণ তুর্কি হর্ষিত রাণা’র উইকেট উদ্‌যাপনকে নকল করে ছুঁড়ে দিয়েছিলেন ফ্লাইং কিস। সাফল্যের পর বেশ কিছু ধাক্কাও খেতে হয়েছে শাহরুখের দল’কে। নতুন মরসুমের আগে মেন্টর পদ ছেড়েছেন গৌতম গম্ভীর, সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিষেক নায়ার’ও। তাঁদের বিদায়কে মেনে নিয়েই আগামীর স্বপ্ন দেখছেন বলিউড অভিনেতা। নতুন উদ্যমে ২০২৫-এর জন্য স্কোয়াড সাজানো শুরু করেছে নাইট রাইডার্স। তারা রিটেন করেছে ছয় জন’কে। ২৪-২৫ নভেম্বর জেড্ডায় নিলামের দিকেও নজর থাকবে নাইটদের। সেখানে মেগা অকশনের টেবিলেও দেখা যেতে পারে শাহরুখ’কে।

Read More: নির্বাসিত আলঝারি জোসেফ, তারকা পেসারকে কড়া শাস্তি ক্যারিবিয়ান ক্রিকেট সংস্থা’র !!

খুনের হুমকি পেলেন শাহরুখ খান-

Shah Rukh Khan | Image: Getty Images
Shah Rukh Khan | Image: Getty Images

গত ২ রা নভেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন শাহরুখ খান( Shah Rukh Khan)। জন্মদিনের দিনকয়েকের মধ্যেই এবার খুনের হুমকি পেলেন তিনি। বলিউড বাদশাহ’র সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের অফিসে আসা একটি উড়ো ফোনে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়। হুমকি দেওয়া হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা দেওয়া না হলে প্রাণে মেরে দেওয়া হবে শাহরুখ’কে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বান্দ্রা থানায় অভিযোগ জানিয়েছেন বলিউড সুপারস্টার। তদন্তে নেমে বান্দ্রা পুলিশ জানতে পারে যে নম্বর থেকে ফোন এসেছে তা নথিভুক্ত রয়েছে রায়পুরের ফয়জন খানের নামে। পেশায় তিনি একজন আইনজীবী। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শাহরুখ’কে( Shah Rukh Khan) হুমকি ফোন করার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

ফয়জনের (Faizan Khan) দাবী গত ২ নভেম্বর তাঁর ফোন চুরি হয়ে গিয়েছে। থানায় নাকি ফোন চুরির অভিযোগও নথিবদ্ধ করিয়েছলেন তিনি। সেই ফোন ও নম্বর ব্যবহার করেই কেউ তাঁকে ফাঁসাতে চাইছেন বলে জানিয়েছেন রায়পুরের ঐ আইনজীবী। বর্তমানে চর্চায় থাকা বিষ্ণোই গোষ্ঠীর সাথে ফয়জনের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গিয়েছে পুলিশি তদন্তে। বছর কয়েক আগে শাহরুখের ( Shah Rukh Khan) বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে মামলাও করেছিলেন তিনি। একইসাথে এফআইআর দায়ের করেছিলেন তাঁর ‘আনজাম’ চলচ্চিত্রটির বিরুদ্ধে। পুরনো সেই রোষ থেকেই হুমকি ফোন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই প্রথম নয়, এর আগেও পাঠান ও জওয়ানের সাফল্যের পর  হুমকি ফোন পেয়েছেন শাহরুখ ( Shah Rukh Khan)। সেই সময় তাঁকে Y+ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিলো।

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শাহরুখ খান-

Shah Rukh Khan With Family | Image: Getty Images
Shah Rukh Khan With Family | Image: Getty Images

শাহরুখের ( Shah Rukh Khan) জন্মদিনে বান্দ্রায় তাঁর বসতবাড়ির সামনে ভীড় জমান অনুরাগীরা। একটি উঁচু প্ল্যাটফর্মে উঠে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন চলচ্চিত্র জগতের সুপারস্টার। কিন্তু নিরাপত্তার খাতিরে সেই প্রথায় ছেদ পড়েছে এই বছর। পুলিশি তৎপরতায় ‘মন্নত’-এর সামনে অপেক্ষা করার সুযোগ দেওয়া হয় নি অনুরাগীদের। শাহরুখ’ও ( Shah Rukh Khan) আসেন নি তাঁদের সাথে দেখা করতে। তবে বিশেষ দিনে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নিজের অভিনেতা জীবন। তিন সন্তান-আরিয়ান, সুহানা (Suhana Khan) ও আব্রামের ব্যপারে মুখ খুলতে শোনা গিয়েছে তাঁকে। উপস্থিত জনতার প্রশ্নেরও জবাব দেন। পরিচালক রাহুল ঢোলাকিয়াকেও ঐ অনুষ্ঠানে ধন্যবাদ জানান ‘কিং’ খান।

“আমার বন্ধু রাহুল ঢোলাকিয়া আমায় একটা দুর্দান্ত বই উপহার দিয়েছেন। ওনার নতুন ছবি ‘অগ্নি’ মুক্তি পেতে চলেছে। আমায় আল পাচিনো’র জীবনী উপহার দিয়েছেন উনি। আমি আল পাচিনো’কে খুবই শ্রদ্ধা করি” বলেছেন শাহরুখ ( Shah Rukh Khan)। অনুষ্ঠানের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রাহুল ঢোলাকিয়া’ও। শাহরুখের সাথে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রইস’ ছবিতে কাজ করেছিলেন তিনি। রাহুলের (Rahul Dholakia) আগামী ছবি অগ্নি’র প্রযোজক হিসেবে রয়েছেন ফারহান আখতার, ঋতেশ সিধ্‌ওয়ানি। মির্জাপুর খ্যাত দিব্যেন্দু শর্মা রয়েছেন এই চলচ্চিত্রে। রয়েছেন ‘স্ক্যাম ১৯৯২’তে নজর কাড়া প্রতীক গান্ধী’ও। সাইয়ামি খের, সাই তমহঙ্করদেরও ‘অগ্নি’তে দেখা যাবে। ২০২২ সালে শেষ হয়েছিলো শ্যুটিং। দুই বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Also Read: “ভারতের সাত খুন মাফ…” ঈশান কিষণের দিকে আঙুল তুলে বিসিসিআই’কে দুষলেন ওয়ার্নারের স্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *