rinku-singh-talks-about-his-ipl-salary

কলকাতা নাইট রাইডার্স দলের জনপ্রিয় মুখ হয়ে উঠছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)। বলা যেতে পারে, কলকাতা নাইট রাইডার্স দলের দৌলতেই রিঙ্কু সিংয়ের খ্যাতি হয়েছে। শুধু ফ্রাঞ্চাইজির নয় বরং ফ্রাঞ্চাইজি মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) পছন্দের পাত্র হয়েছেন এই তারকা ক্রিকেটার। রিঙ্কু সিংকে তিনি অত্যন্ত ভালোবাসেন এবং সূত্রের খবর অনুযায়ী রিঙ্কুর সঙ্গেই তিনি তার কন্যা সুহানার বিবাহ করাতে চাইছেন।

রিঙ্কু ও সুহানার কেমিস্ট্রি সমাজ মাধ্যমে ভাইরাল

Rinku Singh and Suhana Khan
Rinku Singh and Suhana Khan | Image: Twitter

সমাজ মাধ্যমে এই প্রথম নয়, আগেও রিঙ্কু সিং ও সুহানা খানের (Suhana Khan) কেমিস্ট্রির গল্প ভাইরাল হয়েছে। কিং খান রিঙ্কুকে তার বাড়িতে বহুবার নিমন্ত্রণ করেছেন। তাছাড়া বাড়িতেই কিং খান ও রিঙ্কুকে বেশ খোশমেজাজে দেখতে পাওয়া গিয়েছে। শাহরুখ নিজেই রিঙ্কুর একজন বড় ভক্ত। ২০২২ সালের আইপিএলে লীগ স্টেজের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। শেষ ওভারে কলকাতার জয়ের জন্য শেষ ওভারে ২১ রানের প্রয়োজন ছিল এবং রিঙ্কু জয়ের জন্য ৫ বলেই ১৮ রান বানিয়ে দিয়েছিলেন, তবে সেদিন KKR ম্যাচ হারলেও বিশ্ব ক্রিকেট সেদিন প্রথম রিঙ্কুর ঝলক দেখার সুযোগ পায়।

এরপর ২০২৩ সালের গুজরাতের আহমেদাবাদে বদলে যায় রিঙ্কুর ভাগ্য। গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে শেষ ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সিং ইতিহাসের সেরা ফিনিশার স্ক্রিপ্টটি লিখেছিলেন। রিঙ্কুর এই অসাধারণ পারফরমেন্সের পর তাকে নিয়ে শুরু হয় চর্চা এবং এই ইনিংস দেখে শাহরুখ খান এতটাই উৎফুল্ল হয়েছিলেন যে তিনি রিঙ্কুকে কথা দিয়েছেন যে তার বিয়েতে তিনি নাচবেন। অন্যদিকে এখন আরও একটি খবর সামনে এসেছে। রিঙ্কু সিং কিছুদিন আগেই কোটি কোটি টাকা খরচ করে নতুন বাড়ি করেছেন তার পিছনে রয়েছে বড় একটি কারণ। আসলে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। আর তাকে জামাইয়ের মর্যাদা দেবেন শাহরুখ খান নিজেই।

রিঙ্কু সিংহের ক্রিকেট ক্যারিয়ার

Rinku Singh
Rinku Singh | Image: Twitter

রিঙ্কুর আইপিএল ক্যারিয়ারের কথা বলতে গেলে, দেশের জার্সিতে ২টি ওডিআই ম্যাচে ২৭.৫ গড়ে ৫৫ রান বানিয়েছেন। ৩০ টি T20 ম্যাচে ৪৬.০৯ গড়ে ৫০৭ রান বানিয়েছেন এবং ৪৫টি আইপিএল ম্যাচে ৩০.৭৯ গড়ে ৮৯৩ রান বানিয়েছেন। সূত্রের খবর, আগামী মৌসুমে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্ব করতে পারেন।

Read Also: Rinku Singh: নেতৃত্বে থাকছেন রিঙ্কু, জায়গা হলো না রাহানের, হার্ষিত-রাসেলদের নিয়ে তৈরি হলো KKR’র এর সেরা একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *