শাহরুখের রাজত্ব আরও শক্ত, KKR'এর সম্পূর্ণ মালিকানা এখন বাদশাহের হাতে !! 1

সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। নিলামের মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি (KKR)। এবার  নিলামের শুরুতেই ক্যামেরন গ্রিনকে (Cameron Green) শামিল করেছিল নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। ২৫.২০ কোটিতে অস্ট্রেলিয়ার এই প্রতিভাবান অলরাউন্ডারকে কিনেছিল কেকেআর। শেষ দুবার নিলামের মঞ্চে উপস্থিত ছিলেন না খান পরিবারের কোনো সদস্যই। একসময়ে শাহরুখ কন্যা সুহানা ও পুত্র আরিয়ান খানকে দেখতে পাওয়া যেত। তবে, তাদেরকে শেষ দুবার না দেখা যাওয়ায় সমাজ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে – শাহরুখ কি আইপিএলে কেকেআরের মালিকানা ছাড়তে চাইছেন ?

বিক্রি হচ্ছে KKR’এর শেয়ার

শাহরুখের রাজত্ব আরও শক্ত, KKR'এর সম্পূর্ণ মালিকানা এখন বাদশাহের হাতে !! 2
Sharukh Khan and Juhi Chawla | Image: Twitter

তবে, নিলামের দশ দিন বাদে উঠে আসলো বড় তথ্য। আসলে, কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিকানা কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, দলের অন্যতম অংশীদার জুহি চাওলার স্বামী জয় মেহেতা তাঁর শেয়ারের একটি অংশ বিক্রি করতে চলেছেন বলেই সূত্রের দাবি। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে, কেকেআরের মালিকানায় নতুন কোনো সংস্থা নয়, বরং খোদ শাহরুখ খান নিজেই নিজের প্রভাব আরও বাড়াতে চলেছেন।

Read More: ৪,৪,৪,৪,৬,৬… বিজয় হাজারেতে ধামাকা করলেন ঋষভ পন্থ, খেললেন ৭০ রানের বিস্ফোরক ইনিংস !!

বর্তমানে আইপিএলের অন্যতম জনপ্রিয় দল হলো এই কলকাতা নাইট রাইডার্স দল (KKR)। এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা মূলত দুই পক্ষের হাতে ছিল। একদিকে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, অন্যদিকে জুহি চাওলা ও জয় মেহেতার মালিকানাধীন মেহেতা গ্রুপের হাতেই ছিল ফ্রাঞ্চাইজির মালিকানা। এই মুহূর্তে রেড চিলিজের হাতে রয়েছে প্রায় ৫৫ শতাংশ শেয়ার, আর বাকি ৪৫ শতাংশ রয়েছে মেহেতা পরিবারের দখলে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মেহেতা গ্রুপ তাদের শেয়ারের একটি অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

বাজার মূল্য বেড়েছে নাইট রাইডার্সের

Kkr
KKR | Image: Getty Images

আসলে, গত কয়েক বছরে কেকেআরের বাজারমূল্য বেড়ে যাওয়ার ফলে এই সিদ্ধান্ত নিতে চলেছে মেহতা পরিবার। ফ্র্যাঞ্চাইজির আর্থিক অবস্থান এখন অনেক বেশি শক্তিশালী, ফলে শেয়ারের মূল্যও বেড়েছে বহুগুণ। এই সুযোগেই নিজেদের বিনিয়োগ থেকে মুনাফা তুলতে চাইছে মেহেতা পরিবার। এ লক্ষ্যে তারা একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককেও দায়িত্ব দিয়েছে মধ্যস্থতার জন্য। তবে সবচেয়ে মজার বিষয় হলো – এই শেয়ার কিনতে কোনও নতুন সংস্থা নয় বরং বলিউডের কিংবদন্তি শাহরুখ খান নিজেই কিনতে চলেছেন সেই শেয়ার। তবে, শেয়ার বিক্রির মানে এই নয় যে – জুহি চাওলারা সরে যাচ্ছেন। শুধুমাত্র, তাঁর অংশীদারিত্ব তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে কেকেআর ইতিমধ্যেই নিজেদের জায়গা করে নিয়েছে। ২০২৪ সালের শিরোপা জয় করে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি। তবে, নতুন এই পরিবর্তনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, কেকেআরের রাশ আরও শক্ত হাতে ধরতে চলেছেন শাহরুখ খান।

Read Also: সময় শেষ সূর্যকুমারের, টি২০ বিশ্বকাপের আগেই‌ অধিনায়কের পদ পাকা করলেন হার্দিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *