IPL 2025: শাহরুখের ফোন কলের মান রাখলেন আন্দ্রে রাসেল, কম টাকায় সাথ দিলেন কেকেআরের !! 1

কলকাতা নাইট রাইডার্স দলের (KKR) ভক্তদের ধরে এলো প্রাণ! কেকেআরেই থাকছেন ভক্তদের প্রিয় আন্দ্রে রাসেল (Andre Russell)। গতকাল প্রতিটি দলকে আইপিএল রিটেনশন তালিকা জমা দিতে হয়েছে। কলকাতা নাইট রাইডার্স দল তাদের ৬ জন খেলোয়াড়ের রিটেন করেছে। পুরানো খেলোয়াড়দের উপর আস্থা দেখিয়ে নাইট রাইডার্স ৬ জন খেলোয়াড়কে রিটেন করেছে। নিলামের জন্য বাঁচিয়ে রাখেনি কোনো রাইট টু ম্যাচ কার্ড, তাই দলের পুরানো খেলোয়াড়কে আর নিলামের মঞ্চে এই কার্ডের ব্যাবহার করে তাকে দলে টানতে পারবে না। তবে গতকাল সকাল থেকেই দলের সেরা খেলোয়াড় আন্দ্রে রাসেলকে নিয়ে উঠছিল নানান জল্পনা।

KKR’এর হয়েই খেলবেন রাসেল

ipl-2025-kkr-decides-to-retain-russell
Andre Russel | Image: Getty Images

বেশ কিছু সূত্রের খবর থেকে জানা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা খেলোয়াড় আন্দ্রে রাসেল নাকি কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে রাজি নন। তাই কলকাতা ছেড়ে নিলামের মঞ্চে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষমেষ KKR’এর জার্সিতে রাসেলকে দেখতে পাওয়া যাবে নাইট রাইডার্স দলে। অপেক্ষা ছিল একটি ফোন কলের। আর সেই ফোন কল পেয়ে শেষ মুহূর্তে কলকাতা দলেই থেকে গেলেন রাসেল। নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ফোন কলের অপেক্ষায় ছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী শাহরুখ খানের কথায় KKR দলের হয়ে রিটেন হতে রাজি হন রাসেল, যদিও তার এই আপত্তির কারণ কি তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। ২০১৪ সাল থেকে নাইট রাইডার্স দলের হয়ে খেলে আসছেন রাসেল।

Read More: ভারত-নিউজিল্যান্ড টেস্টের মাঝে চুরি হলো এই খেলোয়াড়ের, খোয়া গেল কোটি টাকা ও গয়না !!

একটি ফোন কল বদলে গেল ভাগ্য

Kkr
Andre Russell | Image: Getty Images

আইপিএল ২০২৫-র জন্য নাইট রাইডার্স প্রথমে রিঙ্কু সিংহকে (Rinku Singh) ধরে রেখেছিলেন। আসন্ন আইপিএলের জন্য তিনি পাচ্ছেন ১৩ কোটি। এর বাইরে আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে দেওয়া হবে ১২ কোটি করে টাকা। আইপিএল বিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ধরে রাখেনি নাইট রাইডার্স, সূত্রের খবর শ্রেয়স নিজেই কলকাতা শিবির ছাড়ার সিদ্বান্ত নিয়েছিলেন তাই তাকে নিলামের টেবিলে দেখতে পাওয়া যাবে। আইপিএলে নতুন নিয়ম অনুযায়ী বেশ লাভবান হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আনক্যাপড প্লেয়ার হিসেবে নাইটরা ধরে রেখেছে দুজন প্লেয়ারকে। হর্ষিত রানা ও রমনদীপ সিং দুজনেই ৪ কোটি টাকার বিনিনিয়ে কলকাতা দলে খেলতে রাজি হয়েছেন।

Read Also: IPL 2025: শ্রেয়স আইয়ারের চাহিদা মেটাতে ব্যর্থ KKR, ৩০ কোটির কারণেই হলো বিচ্ছেদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *