আজ ২ রা নভেম্বর। ৫৯ বছরে পা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘ডর’, ‘বাজিগর’ ‘স্বদেশ’ থেকে ‘পাঠান’ বা ‘জওয়ান’-তিন দশকের কেরিয়ারে তিনি হয়ে উঠেছেন কোটি কোটি ভক্তের কাছের মানুষ। রুপোলি পর্দার দুনিয়ার বাইরে ক্রিকেটের বাইশ গজেও চেনা মুখ তিনি। সরাসরি ক্রিকেটের বৃত্তে তিনি প্রথম পা রেখেছিলেন ২০০৮ সালে। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের মালিকানা নিয়েছিলেন তিনি। এরপরের সতেরো বছরে তিনটি আইপিএল ট্রফি যেমন জিতেছে নাইট শিবির, তেমনই সম্মুখীন হয়েছে অগণিত ব্যর্থতার। ওঠাপড়ার প্রতিটি মুহূর্তে দলের পাশে দাঁড়িয়েছেন ‘কিং’ খান। দল নিয়ে তাঁর প্যাশনের কথা স্বীকার করেছেন নাইট দলের প্রাক্তন বা বর্তমান সকল ক্রিকেটার। সাধারণত বিতর্ক থেকে শত হস্ত দূরে থাকতে পছন্দ করেন তিনি। নানা সময় বহু সাক্ষাৎকারে জানিয়েওছেন সেই কথা। কিন্তু ক্রিকেটের জন্যই জড়িয়েছেন বিতর্কেও।
Read More: IND vs AUS: অস্ট্রেলিয়ায় ম্যাচ বাতিল ভারতের, বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে কঠিন সিদ্ধান্ত নিলো বিসিসিআই !!
ওয়াংখেড়ে থেকে ‘ব্যান’ শাহরুখ খান-
২০১২ সালের মে মাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষের হোম গ্রাউন্ডে তাদের হারিয়ে দিয়েছিলো শাহরুখ খানের (Shah Rukh Khan) মালিকানাধীন নাইট বাহিনী। তা সত্ত্বেও বেগুনি-সোনালী শিবিরের দাপুটে জয় সেদিন জায়গা করে নিতে পারে নি সংবাদমাধ্যমের হেডলাইটে। বরং তা কেড়ে নিয়েছিলেন খোদ নাইট রাইডার্স মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। মাঠের মধ্যেই অশান্তিতে জড়িয়েছিলেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এক নিরাপত্তাকর্মীর সাথে তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। কথার লড়াই গড়ায় হাতাহাতি পর্যন্ত। ঐ নিরাপত্তাকর্মীর বয়ানের ভিত্তিতে শাহরুখের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় স্বতঃপ্রণোদিত হয়ে আক্রমণ করা ও ভয় দেখানোর অভিযোগ পুলিশের কাছে নথিভুক্ত করে মুম্বই ক্রিকেট সংস্থা। একই সাথে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে তারা।
মুম্বই ক্রিকেট সংস্থার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অবশ্য হতে হয় নি শাহরুখ খান’কে (Shah Rukh Khan)। বলিউড নক্ষত্র পালটা অভিযোগ করেন যে ঘটনার সময় তাঁর সাথে কন্যা সুহানা (Suhana Khan) সহ বেশ কয়েকজন শিশু-কিশোর ছিলেন। তাদের গায়ে হাত দিয়েছেন ঐ নিরাপত্তাকর্মী। বাধ্য হয়েই প্রতিবাদ করতে হয়েছিলো তাঁকে। ২০১৭ সালে শাহরুখের নির্বাসন ওঠার কথা ছিলো। কিন্তু ২০১৫-তেই সেই নির্বাসন তুলে নেওয়ার কথা ঘোষণা করে মুম্বই ক্রিকেট সংস্থা। অনভিপ্রেত সেই ঘটনার পর কেটে গিয়েছে ১২ বছর। নির্বাসন ওঠার পরেও কেটে গিয়েছে সাতটি বসন্ত। কিন্তু আজ অবধি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর পা দেন নি বলিউড বাদশাহ। ২০২৩-এ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ের মাঠেই ভারত মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ডের। রণবীর সিং, দীপিকা পাড়ুকোণের মত একঝাঁক বলিউড তারকা উপস্থিত ছিলেন মাঠে। কিন্তু আসেন নি শাহরুখ।
মিলেছে প্রত্যক্ষদর্শীর বয়ান-
ওয়াংখেড়ের অশান্তি নিয়ে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে মুখ খুলেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং। ধর্মীয় পরিচয় নিয়ে সেই সময় কটাক্ষ শুনতে হয়েছিলো, জানিয়েছিলেন ‘কিং’ খান। “সঠিক মন্তব্য ছিলো না সেটা” বলেন তিনি। ট্যুইটারে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন নাইট রাইডার্স কর্মকর্তা জয় ভট্টাচার্য্য’ও (Joy Bhattacharjya)। তিনি’ও সমর্থন করেছেন শাহরুখের মন্তব্য’ই। ২০১২-র সেই ঘটনার ঠিক ১২ বছর পর নাইট রাইডার্স ফের জয় পায় ওয়াংখেড়েতে। তার পরিপ্রেক্ষিতে জয় একটি ট্যুইট করেছিলেন। সেই ম্যাচের প্রসঙ্গ আসতেই এক নেটিজেন শাহরুখকে খোঁচা দিয়ে নির্বাসনের ঘটনাটি টেনে আনেন। এই বিষয়ে জয়ের তাঁর সংযোজন, “ঐ ঘটনার পর কেকেআর দুই বার চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর সেদিন শাহরুখ মোটেই গালিগালাজ করেন নি। আপনার অল্পবয়সী মেয়েকে নিয়ে যখন কেউ অশালীন মন্তব্য করবে তখন শান্ত থাকার চেষ্টা করে দেখবেন।”
দেখুন সেই ট্যুইট’টি-
KKR won two championships after that incident. And he did not abuse, I was there. And the next time, stay calm when someone cat calls your young daughter.
— Joy Bhattacharjya (@joybhattacharj) May 3, 2024