টি-টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে হয়েছিলেন ফ্লপ, এবার লঙ্কান প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করলেন পাকিস্তানি স্পিনার শাদাব খান (Shadab Khan)। বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে লঙ্কা প্রিমিয়ার লীগ (LPL)। লীগের দ্বিতীয় দিনেই এই কীর্তিমান রচনা করলেন শাদাব। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও মহা মূল্যবান ২০ রান বানিয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১ টাও উইকেট পাননি শাদাব। এমনকি একমাত্র ডানহাতি স্পিনার হিসাবে সুযোগ পেয়েও দলে ঠাঁই হয়নি একটি ম্যাচে। এবার সেই শাদাব জ্বলে উঠলেন লঙ্কান প্রিমিয়ার লিগের মঞ্চে। তাঁর এই হ্যাটট্রিকের দৌলতে গতকাল ক্যান্ডি ফ্যালকনকে ৫১ রানে হারিয়ে দিল কলম্বো স্ট্রাইকার্স। ব্যাট ও বলে দুর্দান্ত পারফরমেন্সের পর ম্যাচের সেরা হয়েছেন শাদাব।
লঙ্কান প্রিমিয়ার লিগের মঞ্চে হ্যাটট্রিক নিলেন শাদাব
শাদাব (Shadab Khan) দলের হয়ে কঠিন সময়ে ১৭ বলে ২০ রানের একটি ইনিংস খেলেছিলেন এবং এরপর চার ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন শাদাব। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে এসে কলম্বো দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলতে সক্ষম হয়। এই রান তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে চার উইকেটে ১৪০ রান বানিয়ে ফেলে। তবে পরবর্তী দুই ওভারের মধ্যেই ৭ রান বানিয়ে অলআউট হয়ে যায় ক্যান্ডি।
১৪ তম ওভারের শেষ বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। ১৫ তম ওভারে বোলিং করতে আসেন শাদাব, তার ওভারের শেষে তিনটি বলে তিন উইকেট তুলে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শাদাব। চতুর্থ বলে ক্যাপ্টেন হাসারাঙ্গা, পঞ্চম বলে জাতীয় দলের সতীর্থ আঘা সালমান ও ষষ্ঠ বলে পাওয়ান রথনায়কেকে আউট করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন শাদাব।