ঋষভ পান্থকে নিয়ে জোর টক্কর শাহরুখ-প্রীতি জিন্টার মধ্যে, নিলামের আগেই হচ্ছে টাকার বৃষ্টি !! 1

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে দুইদিন ব্যাপী আইপিএল ২০২৫’এর নিলাম। একেরপর এক তারকা ক্রিকেটারদের দেখতে পাওয়া যাবে আইপিএল নিলামের মঞ্চে। এবারের আইপিএলের মঞ্চে নাম লিখিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। আসন্ন আইপিএলে ১০ ফ্রাঞ্চাইজির নজরে রয়েছেন ঋষভ পন্থ। মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্থ, দীর্ঘ ১৬ মাস পর পেশাগত ক্রিকেটে ফিরে এসে আপাতত পন্থের যাত্রাটা বেশ চমকপ্রদ। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ বর্তমানে স্কোয়াডের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন তাই।

নিলামের মঞ্চে নাম লেখালেন ঋষভ পন্থ

ipl-dc-plans-to-go-for-pant-in-auction
Rishabh Pant | Image: Getty Images

তবে আগামী রবিবার ২৪ নভেম্বর বিকালে মার্কি প্লেয়ারদের তালিকায় ঋষভ পন্থকে (Rishabh Pant) দেখতে পাওয়া যাবে। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের নজরে থাকবেন ঋষভ পন্থ। তারকা খেলোয়াড় দিল্লি ক্যাপিটালস দল ত্যাগ করেছেন এবং নিলামের মঞ্চে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লি ফ্রাঞ্চাইজির হয়ে দীর্ঘ সময় ধরে খেলে আসছিলেন পন্থ, তবে দিল্লির দায়ভার বদলে যাওয়ায় পন্থ দল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Read More: IPL 2025: গুজরাতের নেতৃত্ব থেকে বরখাস্ত শুভমান গিল, এই ৩৩ বর্ষীয় তারকা হতে পারেন পরবর্তী অধিনায়ক !!

সূত্রের খবর অনুযায়ী, আসন্ন আইপিএলে ঋষভকে কিনতে মোরিয়া কলকাতা নাইট রাইডার্স। প্রসঙ্গত আইপিএল ২০২৫’এর নিলামের আগেই গত তিন বছর কলকাতা দলের সঙ্গে থাকা ও অধিনায়কত্ব করা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আর এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে চাইছেন না। নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইসোর জানিয়ে দিয়েছিলেন যে শ্রেয়স নামি নিজের দর পরীক্ষার জন্য ফ্রাঞ্চাইজি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঋষভকে দলে পেতে ইচ্ছুক একাধিক ফ্রাঞ্চাইজি

Rishabh Pant, ipl 2025
Rishabh Pant | Image: Getty Images

আসন্ন আইপিএলে শুধু কলকাতা নাইট রাইডার্স নয় বরং লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস দল পন্থকে তাদের স্কোয়াডে শামিল করতে চাইবে। আসলে লখনৌ ফ্রাঞ্চাইজি আইপিএল নিলামের আগে কেএল রাহুলকে মুক্তি দিয়েছে তাই ফ্রাঞ্চাইজির নতুন অধিনায়কের প্রয়োজন, তাদের প্রথম পছন্দের খেলোয়াড় হলেন ঋষভ। তাছাড়া, বেশ কিছু সূত্র এটাও দাবি জানাচ্ছে যে ঋষভ পন্থ নাকি রিকি পন্টিংয়ের কথায় দিল্লি ফ্রাঞ্চাইজি ত্যাগ করেছেন।

আসলে দিল্লি দলের কোচ থাকাকালীন রিকি পন্টিংয়ের সঙ্গে ঋষভ পন্থের একটি সুসম্পর্ক গড়ে উঠেছিল। তাই দিল্লি দল থেকে পন্টিংকে বার করতেই ঋষভের সঙ্গে পাঞ্জাব দলের দায়িত্ব নিতে চাইছেন তিনি। অন্যদিকে চেন্নাই সুপার কিংস দলে পন্থের অন্তর্ভুক্তি নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা চলছিল। কিছুদিন আগেই চেন্নাই দলের সিইও কাশি বিশ্বনাথন মন্তব্য করে জানিয়ে দেন তারাও ঋষভ পন্থকে দলে শামিল করতে উৎসুক তবে পন্থের মতন প্লেয়ারকে কম পার্স থাকার জন্য শামিল করত পারবেন না। এই পরিস্থিতিতে কলকাতা দলের কাছে ঋষভকে দলে শামিল করা সহজ কাজ হবে না।

Read Also: IPL 2025: এই তুফানি খেলোয়াড়’কে হাতছাড়া করবে না KKR, নিলামে নজরকাড়া দামে ফেরাতে পারে স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *