স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল-

এই বছর ভারতের তারকা মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সঙ্গে সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে বাতিল হয়ে যাওয়ার খবর সবচেয়ে বেশি চর্চা ছিল। সম্প্রতি মহিলা বিশ্বকাপ হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত জয় করে। এরপরই টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা স্মৃতির সঙ্গে পলাশের বিষয়ের খবর সামনে এসেছিল। ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল এই তারকা জুটির। কিন্তু বিয়ের দিন তারকা ব্যাটারের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ফলে পরিস্থিতির মুহূর্তে পরিবর্তন হয়।
পলাশ ভিন্ন একটি মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে জল্পনা সামনে আসতেই ঘটনা নতুন মোড় নেয়। বিয়ের আগের দিন এক কোরিওগ্রাফারের সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া গিয়েছিল বলেও খবর সামনে আসে। এরপর নির্দিষ্ট কারণ না জানালেও স্মৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ে বাতিল হয়ে গেছে বলে স্পষ্ট জানিয়ে দেন।