নব্বইয়ের দশক থেকে একটি দীর্ঘ সময় নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন তারা।প্রত্যেকেই এখন জীবন্ত কিংবদন্তি। ক্রিকেট থেকে বর্তমানে অবসর নিলেও এখনও হারিয়ে যায়নি তাদের প্রাসঙ্গিকতা। এইবার তাদের ফের দেখা যেতে চলেছে আরও একবার দেশের হয়ে নামতে। শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা,মুথাইয়া মুরলীধরন, জ্যাক কালিস সহ একাধিক প্রাক্তন ক্রিকেটারদের এইবার খেলতে দেখা যেতে চলেছে একটি টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে, যার মধ্যে দিয়ে তারা দিতে পথ নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে চাইছেন।
সুত্রের খবর অনুযায়ী ২০২০এর ২ রা ফেব্রুয়ারি থেকে ১৬ ই ফেব্রুয়ারি জুড়ে আয়োজিত হতে চলেছে এই ক্রিকেট টুর্নামেন্ট যার নাম, ” রোড সেফটি ওয়াল্ড সিরিজ ” । মুম্বাইতে আয়োজিত হতে চলা এই টুর্নামেন্টের প্রথম সংস্করণে প্রতিনিধিত্ব করবে পাঁচটি দল।দল গুলো হলো ইন্ডিয়া লেজেন্ডস, অস্ট্রেলিয়া লেজেন্ডস,ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস, সাউথ আফ্রিকা লেজেন্ডস এবং শ্রীলঙ্কা লেজেন্ডস।
মহারাষ্ট্র সরকারের পথ নিরাপত্তা দপ্তর এবং প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ নামের একটি সংস্থা আয়োজিত করতে চলেছে এই টুর্নামেন্ট। আগষ্ট, ২০১৮ সালে বিসিসিআই’ এর তরফে এই টুর্নামেন্ট আয়োজনের গ্রীন সিগন্যাল দেওয়া হয়েছিলো।এবং আগামী দশ বছর ধরে চলবে এই টুর্নামেন্ট।
পাঁচ দেশের সর্বমোট ১১০ জন প্রাক্তন ক্রিকেটারকে দেখা যেতে চলেছে এই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে।খেলবেন সেহওয়াগ, চন্দ্রপাল,মুরলীধরন,ব্রেট লি’র মতো প্রাক্তন ক্রিকেট তারকারা।
এই মুহূর্তে প্রতিযোগীতা মুলক ক্রিকেট না খেললেও ফের আরও একবার তাদের মাঠে নামার খবর তাদের ভক্তদের মধ্যে এক নতুন উৎসাহের সন্চার করেছে।