টি২০'তে ব্যর্থ শুভমান গিলকে দলে জায়গা দিতে পুরো দল শেষ, ভারসাম্য নষ্ট একাদশে !! 1

ভারতীয় দল সাম্প্রতিক সময় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তিন ফরম্যাটকেই নতুন করে তৈরি করার চেষ্টা করছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসাবে শুভমান গিলকে নিয়ে আসা হয়। এরপর সম্প্রতি ওডিআই ক্রিকেটেও নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে। এই দায়িত্বেও গিলকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। এমনকি এই তরুণ ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলেও ফিরিয়ে আনা হয়েছে। যার জন্য ভারতের ২০ ওভারের দলে একাধিক পরিবর্তন ঘটেছে।‌ টি-টোয়েন্টি দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলেও অনেকে মনে করছেন।

Read More: “ওদের‌ই দোষ ছিল..”, শ্লীলতাহানি কান্ডে অজি মহিলা ক্রিকেটারদের কাঠগড়ায় তুলে বিতর্কে কৈলাস বিজয়বর্গী !!

গিলের টি-টোয়েন্টি দলে কামব্যাক-

টি২০'তে ব্যর্থ শুভমান গিলকে দলে জায়গা দিতে পুরো দল শেষ, ভারসাম্য নষ্ট একাদশে !! 2
Shubman Gill| Images: Getty Images

এই বছর গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে নেতৃত্বের দায়িত্বে ক্রিকেট ভক্তদের মন জয় করে নেন শুভমান গিল (Shubman Gill)। মাঠে ম্যাচ চলাকালীন তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় নির্বাচকদের‌ও নজরে আসে। ব্যাট হাতেও আইপিএলে বিধ্বংসী ফর্মে ছিলেন। ১৫ ম্যাচে মোট সংগ্রহ করেন ৬৫০ রান‌। দুরন্ত এই মরসুম কাটানোর পর গিলকে তিন ফরম্যাটেই নেতৃত্বের দায়িত্বে আনার জন্য চিন্তাভাবনা শুরু করেন নির্বাচকরা।

ওডিআই এবং টেস্ট ক্রিকেটের সঙ্গে সঙ্গে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দলে আবারও কামব্যাক করেন এই তরুণ তারকা। তাকে সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ব্যাট হাতে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি শুভমান। এশিয়া কাপে ৭ ম্যাচে মাত্র ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। এরপরেও তাকে আসন্ন অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে সুযোগ দেওয়া হয়েছে।

গিলের জন্য দলে প্রভাব-

Team india শুভমান
Shubman Gill | Image: Getty Images

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় টি-টোয়েন্টি দল নতুন রূপ পেয়েছিল। ওপেনার হিসেবে সাম্প্রতিক সময়ে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে সঞ্জু স্যামসন (Sanju Samson) বিধ্বংসী ব্যাটিং করে নিজেকে প্রমাণ করেছিলেন। গত বছর দেশের হয়ে ২০ ওভারের ফরম্যাটে ৩ টি শতরান হাঁকিয়েছিলেন এই তারকা। গিল এই ফরম্যাটে দলে আসার পর ওপেনারের জায়গা হারিয়েছেন সঞ্জু। তাকে মূলত ব্যাটিং অর্ডারে পঞ্চম স্থানে ব্যাটিং করতে দেখা যাচ্ছে।

অন্যদিকে শুভমান আসার পর এই মুহূর্তের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh) একাদশে জায়গা করে নিতে পারছেন না। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট পাওয়ার কারণে এশিয়া কাপে একমাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা। বিশ্বের অন্যতম সফল টি-টোয়েন্টি ব্যাটসম্যান তিলক বর্মাকে (Tilak Varma) ৩ নম্বর স্থানে ব্যাটিং করতে হচ্ছে। এর সঙ্গেই গিল ভারতীয় টি-টোয়েন্টি দলে আসার পর অক্ষর প্যাটেল (Axar Patel) সহ অধিনায়কের পদ থেকে সরে গেছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জয়ী ইনিংস খেলে নজির স্থাপন করেছিলেন তিনি।

Read Also: “দল থেকে বের করে দেব..”, গম্ভীরের হুমকিতেই হর্ষিত রানার দুরন্ত কামব্যাক সামনে এল চাঞ্চল্যকর তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *