“আগে GST দিক…” টিম ইন্ডিয়ার স্পন্সর DREAM 11-কে নিয়ে মস্করা বীরেন্দ্র শেহবাগের !! 1

ভারতীয় দলের নতুন শার্ট স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ড্রিম ইলেভেন (Dream 11)। ২০২৩ এর শেষ অবধি টিম ইন্ডিয়ার (Team India) লিড শার্ট স্পন্সর হিসেবে  এড-টেক কোম্পানি বাইজুসের সাথে চুক্তি থাকলেও মাঝপথেই সরে গিয়েছে তারা। ড্রিম ইলেভেনের (Dream 11) সাথে ভারতীয় দলের চুক্তির অঙ্ক প্রায় ৩৫৮ কোটি টাকা। এর আগে ভিভো সরে যাওয়ার পর এক মরসুমের জন্য আইপিএলের (IPL) প্রধান স্পন্সর হয়েছিলো তারা। এই ফ্যান্টাসি গেমিং অ্যাপের সাথে বোর্ডের সম্পর্ক নতুন নয়। আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচে স্পন্সর হিসেবে বেশ কয়েকবছর রয়েছে ড্রিম ইলেভেন (Dream XI)। সেই কারণেই চুক্তির পরে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny) ট্যুইট করেন, “ড্রিম ইলেভেনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হোলো।”.

ফ্যান্টাসি গেমিং সংস্থাকে টিম ইন্ডিয়া’র (Team India) জার্সিতে বিসিসিআই স্বাগত জানালেও গোতা বিষয়টি নিয়ে মোটেই খুশি নন সমর্থকেরা। ড্রিম ইলেভেনের (Dream 11) মত সংস্থার বিরুদ্ধে জুয়াকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলছেন তাঁরা। দিনকয়েক আগেই কিলার ক্লোদিং কোম্পানির বদলে জার্মান বহুজাতিক সংস্থা অ্যাডিডাস (Adidas) কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে টিম ইন্ডিয়ার সাথে। তাদের তৈরি টেস্ট জার্সি গায়ে চাপিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নেমেছিলো ভারতীয় দল। আইসিসি ইভেন্ট হওয়ায় কোনো বাণিজ্যিক সংস্থার লোগো ছিলো না তখন জার্সিতে। অ্যাডিডাস নির্মিত সাদা ও নীল রঙা জার্সিটি বেশ পছন্দ হয়েছিলো সমর্থকদের। কিন্তু উইন্ডিজ সিরিজের আগে সেই জার্সিটি ডিম ইলেভেনের (Dream 11) লোগো বসায়, অনেকেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। হতাশা তাঁরা প্রকাশও করেছেন সমাজমাধ্যমে। ড্রিম ইলেভেন ইস্যুতে এবার সাধারণ সমর্থকদের মতই মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও।

Read More: WI vs IND: “পন্থের অভাব বুঝতে দিচ্ছে না…” স্লেজিং-এ মত্ত ঈশান কিষণ, উপভোগ করছে নেটদুনিয়া !!

নিয়মের গেরোয় ফ্যান্টাসি অ্যাপ, বিঁধলেন শেহবাগ-

Virender Sehwag | Dream 11 | Image: Twitter
Virender Sehwag | Image: Twitter

গত কয়েক বছরে ভারতে বাড়বাড়ন্ত হয়েছে ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলির। একের পর এক নতুন নতুন অ্যাপ আসছে বাজারে। এবং আকর্ষণীয় পুরষ্কারের স্বপ্ন দেখাচ্ছে ক্রীড়াপ্রেমী জনতাকে। কয়েকটির সাথে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মত টিম ইন্ডিয়ার (Team India)  বড় নামেরাও জড়িয়ে রয়েছেন। বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন টিভি বা অন্তর্জালে। ফ্যান্টাসি গেমিং-এর এই রমরমা ব্যবসায় রাশ টানতে এবার তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক ঘোষণায় জানিয়েছেন এই গেমিং অ্যাপগুলির ক্ষেত্রে GST (Goods and Service Tax) ১৮ শতাংশ থেকে বাড়িয়ে করা হবে ২৮ শতাংশ। একই পরিমাণ জিএসটি কার্যকরী হবে ঘোড়দৌড় এবং ক্যাসিনোগুলির ক্ষেত্রে।

অধিকাংশ ক্ষেত্রেই এই গেমিং অ্যাপগুলি ক্রিকেট বা ফুটবলের একাদশের অনুকরণে নিজেদের নামে ইলেভেন শব্দটি ব্যবহার করে। উদাহরণস্বরূপ বলা যায় ড্রিম ইলেভেনের (Dream 11) কথাই। সরকালের নতুন জিএসটি-র হার কার্যকরী হওয়ার পর সেই অ্যাপগুলির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। প্রাক্তন ভারতীয় ওপেনার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মজার ছলে জানান, “যে সব ফ্যান্টাসি গেমিং কোম্পানিগুলির নামে ইলেভেন শব্দটি রয়েছে, তাদের এখন XXX 8.593+GST হয়ে যাওয়া উচিৎ।” অঙ্কের হিসেবে বর্ধিত জিএসটির পরিমাণ বোঝানোর এমন চমকপ্রদ আইডিয়া বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই শেহবাগের ‘সেন্স অফ হিউমার’-এর প্রশংসা করেছেন।

দেখুন শেহবাগের সেই ট্যুইট’টি-

Also Read: WI vs IND: পিতার পর পরাস্ত পুত্রও, ডোমিনিকায় রেকর্ড বইতে নাম তুললেন রবিচন্দ্রণ অশ্বিন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *