জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তদম সিজিন (IPL 2024)। আর এই আইপিএলের ভিত্তিতেই গড়ে উঠতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইপিএলের ভিত্তিতে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন হবে এমনটাই জানিয়ে দিয়েছিল বিসিসিআই (BCCI)। তবে, এখনও পর্যন্ত বোর্ড কোনোপ্রকারের স্কোয়াডের খোলসা করেনি। তবে, বেশ কিছু সূত্র এবং প্রাক্তন খেলোয়াড়দের বয়ান থেকে এটা স্পষ্ট যে, আসন্ন T20 বিশ্বকাপ দলে হার্দিক পান্ডিয়ার জায়গা পাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে।
আরও পড়ুন | T20 World Cup 2024: কোহলিকে দলে নিতে নির্বাচকদের বিরুদ্ধে অ্যাকশন মুডে রোহিত, করছেন এই ‘বিরাট’ কাজ !!
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন হার্দিক পান্ডিয়া
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) তার নিজের তল বাছাই করে নিয়েছেন বিশ্বকাপের জন্য সেরা একাদশ। সেহবাগ তার একাদশে, ওপেনার হিসেবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) নির্বাচন করেছেন। তিন নম্বর স্থানের জন্য তিনি বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli) কে নির্বাচন করেছেন। পাশাপাশি দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কে বাছাই করে নিয়েছেন।
সেহবাগ, দলের একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থকে তার আইপিএলের ব্যাটিং ও কিপিং প্রদর্শনের জন্য সুযোগ দিতে চান। তাছাড়া দলের ফিনিশার হিসাবে রিঙ্কু সিং (Rinku Singh) অথবা শিবম দুবেকে (Shivam Dube) দলের সুযোগ দিয়েছেন। সেহবাগের দলে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং স্পিন বিভাগ সামলাতে দেখা যাবে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। বিশ্বকাপে তিনটি পেশার নিয়ে খেলতে চান সেহবাগ। তার দলের জায়গা বানিয়ে নিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং সন্দীপ শর্মা (Sandeep Sharma)।
সেহবাগ হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপ দলে সুযোগ দিতে অস্বীকার জানিয়েছেন। আসলে, চলতি আইপিএলে সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন হার্দিক। দীর্ঘ সময় ধরে নিয়মিত ক্রিকেট। এ খেলার জন্য হার্দিককে জাতীয় দলে সুযোগ দিতে চান না তিনি, এমনকি চলতি আইপিএলে ব্যাট হাতে, ৮ ম্যাচে ২১.৫৭ গড়ে ও ১৪২.৪৫ স্ট্রাইক রেটে ১৫১ রান বানিয়েছেন এবং বল হাতে ৮ ম্যাচে নিয়েছেন মাত্র ৪টি উইকেট যেখানে ওভার পিছু তিনি ১০.৯৪ করে রান দিয়েছেন।
বীরেন্দ্র সেহবাগের নির্বাচিত বিশ্বকাপের দল
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), রিংকু সিং বা শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, সন্দীপ শর্মা।