টি-টোয়েন্টি বিশ্বকাপ (T2O WC 2026) শুরু হতে আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। এর মধ্যেই বাংলাদেশকে নিয়ে সমস্যার জট কিছুতেই কাটতে চাইছে না। আইসিসির (ICC) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেও স্পষ্ট কোন বার্তা সামনে আসেনি। এরপরই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে চলেছে বলে খবর সামনে এল। সূত্র অনুযায়ী খুব তাড়াতাড়ি একটি নতুন দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের জায়গা করে নেবে।
Read Also: ‘বিরাট থাকলে আটকাতে পারত না..’ BBL’এর ঘটনায় বাবার আজমকে কটাক্ষ করলেন বাসিত আলি !!
সমস্যা তৈরি করে বাংলাদেশ-

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপ ‘সি’তে রয়েছে বাংলাদেশ। তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং নেপালের সঙ্গে অবস্থান করছে। তবে সাম্প্রতিক সময় মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) তাদের ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তারা কারণ হিসাবে নিরাপত্তার অভাবকে চিহ্নিত করেছে।
আইসিসির কাছে ভারতের পরিবর্তে নিরপেক্ষ স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজন করার জন্য আবেদন করে। বিশ্ব ক্রিকেট সংস্থা পর্যবেক্ষণের পর স্পষ্ট জানিয়ে দেয় যে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তার কোনো সমস্যা নেই। কিন্তু এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিসিবি। ফলে টুর্নামেন্ট শুরুর আগে সমস্যার মধ্যে পড়েছেন আইসিসির কর্মকর্তারা।
নতুন দল পাবে সুযোগ-

শনিবার বিকেলে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে সমস্যা সমাধানের জন্য আইসিসির কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। বাংলাদেশ বোর্ডের তরফ থেকে জানানো হয় ভারতে তাদের নিরাপত্তার অভাব রয়েছে। এই বিষয়ে তারা খুবই চিন্তিত। তাদের অন্য গ্রুপে খেলানোর জন্য আবেদন করা হয়েছে। সেই ক্ষেত্রে আইসিসিকে এই পথে হাঁটতে গেলে অন্যান্য দেশগুলির সঙ্গে কথাবার্তা বলতে হবে। তবে এই প্রস্তাব বাস্তবে রূপান্তরিত হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
ফলে বাংলাদেশ আসন্ন না টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে বলেই খবর সামনে এসেছে। আইসিসির পক্ষ থেকে নতুন একটি দলকে টুর্নামেন্টের নিয়ে আসার প্রস্তুতি পুরো দমে শুরু করে দেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী স্কোটল্যান্ড সুযোগ পেতে পারে। তারা এই মুহূর্তে আইসিসির র্যাঙ্কিং”এ ১৪ নং স্থানে রয়েছে। উল্লেখ্য স্কোটল্যান্ড এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বার অংশগ্রহণ করেছে।