লটারি লাগল স্কটল্যান্ডের, বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম তুলে নিতেই পেল ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি !! 1

টি২০ বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই মস্ত বড় সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে এসে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি তাদের বিশ্বকাপ খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের পথে হাঁটছে আইসিসি। আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ পড়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে এবং একটি মুম্বইয়ে। কিন্তু ভারত সফর নিয়ে অনড় আপত্তি তোলে বাংলাদেশ সরকার। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট নয়।

বিশ্বকাপে অংশ নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড

T20 world cup 2026, বিশ্বকাপ
Bangladesh Cricket Team | Image: Getty Images

এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে সরেজমিনে পরিদর্শনে এসেছিল আইসিসি ও বিসিসিআই-এর যৌথ প্রতিনিধিদল। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা, দর্শক প্রবেশ নিয়ন্ত্রণ, কর্পোরেট বক্স, মিডিয়া সুবিধা ও জরুরি পরিষেবা খতিয়ে দেখে তারা সন্তোষ প্রকাশ করে। আইসিসি স্পষ্ট জানিয়েছে, ইডেন আন্তর্জাতিক মানের সব শর্ত পূরণ করছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এদিন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে আইসিসির এই মূল্যায়নকে তীব্র ভাষায় সমালোচনা করেন। আইসিসির মতে, কেবল মাঠের নিরাপত্তা দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না। সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিও বিবেচনায় আনা দরকার।

Read More: “তোকে দেখে নেব..”, লাইভ ম্যাচে মুরলি কার্তিকে হুমকি হার্দিক পান্ডিয়ার, ভিডিও ভাইরাল !!

তবে আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো বা গ্রুপ পরিবর্তনের কোনও প্রশ্নই নেই। নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই অবস্থায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামই সবচেয়ে এগিয়ে। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী দিনের একটি ম্যাচসহ মোট পাঁচটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। পাশাপাশি একটি সুপার এইট ম্যাচ এবং শর্তসাপেক্ষ একটি সেমিফাইনালও কলকাতায় হতে পারে। পাকিস্তানের ম্যাচগুলি কলম্বোতে হওয়ায়, তারা শেষ চারে না পৌঁছালে সেই সেমিফাইনাল ইডেনেই অনুষ্ঠিত হবে।

Read Also: নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুতর চোট পেলেন ঈশান কিষাণ, মাঠ ছাড়লেন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *