নন-স্ট্রাইকার এন্ডে অস্বস্তিকর আউট, উইকেট হারালেন পান্ডিয়া !! 1

ওমানের বিরুদ্ধে তা জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ম্যাচে ভারতের শুরুটা একটু ধীর গতিতেই হয়েছিল। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে চার মেরে খাতা খুললেও শুভমান বেশিক্ষণ টিকতে পারেননি। ওমানের বাঁহাতি পেসার শাহ ফাইজলের দুর্দান্ত ইনসুইং বলেই দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরতে হয় তাঁকে। ৮ বলে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমান। তবে দ্বিতীয় উইকেটে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের মধ্যে বেশ পার্টনারশিপ গড়ে উঠেছিল।

Read More: টুর্নামেন্ট শুরু আগেই বিতর্কের কেন্দ্র লখনউ সুপার জায়ান্টস, দল ছাড়লেন আইপিএল কাঁপানো অধিনায়ক !!

পাওয়ার প্লের ভিতরে ১ উইকেটে ৬০ রান তোলে ভারত। শুভমান আউট হতে রানের গতি বাড়ান অভিষেক শর্মা। মাত্র ১৪ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাওয়ার প্লের ভিতর অপর প্রান্তে সঞ্জুও একটু বেশি বল নষ্ট করছিলেন, ১৪ বলে ১৩ রান এনে দলকে এগিয়ে নেন। কিন্তু সেট হয়ে যাওয়া অভিষেকের ইনিংস বেশি বড় হলো না। অষ্টম ওভারে জিতেন রামন্দির বলে কট-বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক।

রান আউটে উইকেট হারালেন পান্ডিয়া

পান্ডিয়া
Hardik Pandya | Image: Twitter

অভিষেক আউট হতে আজ ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। প্ৰথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসেনি পান্ডিয়ার। তবে, আজ ব্যাটিং করতে এসে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। নন-স্ট্রাইকার এন্ডে রান আউট হয়ে যান পান্ডিয়া। জিতেনের বোলিংয়ে সঞ্জু সোজা শট খেলেন এবং বলটি জিতেনের হাতে লেগে উইকেটে গিয়ে লাগে এবং সেই সময় ক্রিজের বাইরেই ছিলেন পান্ডিয়া যে কারণে দুর্ভাগ্যজনক ভাবে  উইকেট হারাতে হয় তাঁকে।

দেখেনিন ভিডিও

 

Read Also: নিয়ম ভাঙায় ICC’এর কড়া পদক্ষেপ, এশিয়া কাপ থেকে নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *