T20 World Cup 2026: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সূচি প্রকাশ করেছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৮ই মার্চ। মেগা ফাইনাল ওডিআই বিশ্বকাপের মতন নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। এবারেও একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। আইসিসি দুই সেমি ফাইনালের জন্য ভ্যানু হিসাবে যথাক্রমে কলকাতা এবং মুম্বইয়ে। ভারতের মতো ক্রিকেটপ্রধান দেশে এই মেগা ইভেন্ট হওয়ায় সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
২০২৬ টি২০ বিশ্বকাপে ভারতকে রাখা হয়েছে গ্রুপ এ-তে। ভারতের গ্রুপে রাখা হয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র – যারা ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ছিল, পাশাপশি নামিবিয়া ও নেদারল্যান্ডসকে এই গ্রুপে রাখা হয়েছে। আইসিসির প্রকাশিত সূচি অনুসারে, ভারত তাদের অভিযান শুরু করবে প্রথম দিনেই। ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ওয়ানখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। ঘরের মাঠে প্রথম ম্যাচ থেকেই শক্তিশালী ভাবে সূচনা করতে চাইবে। সূর্যকুমার যাদব ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ভারত তাদের দ্বিতীয় ম্যাচটি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা শুরু

তবে গ্রুপপর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ – ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) অনুুুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। যে কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচটি নিরপেক্ষ ভ্যানুতে হবে এবং পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলংকাতেই খেলবে।ভক্তদের মধ্যে ভারত বনাম ম্যাচ ঘিরে উত্তেজনা সবসময়ই তুঙ্গে থাকবে। তাছাড়া, ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2025) ব্র্যান্ড আম্বাসেডর হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। পাশাপশি, গ্রুপ ঘোষণা উপলক্ষে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “মহিলা বিশ্বকাপের পর এত দ্রুত আবার উপমহাদেশে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ভক্তদের জন্য দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট চর্চিত একটি ইভেন্ট। নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ বাড়াবে। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার তিনটি ভেন্যু টুর্নামেন্টজুড়ে দর্শকে ভরা থাকবে বলেই আমরা আশা করি।” অন্য গ্রুপের কথা বলতে গেলে – গ্রুপ বি’তে রয়েছে – অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান। গ্রুপ সি’তে রয়েছে – ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, ইতালি, নেপাল। গ্রুপ ডি’তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।