ব্যাঙ্গালুরুর জয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো KKR, এই সমীকরণে করবে কোয়ালিফাই !! 1

পরিসমাপ্তি হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫’এর (IPL 2025) ৪৬টি ম্যাচ। চলতি মৌসুমে অসাধারণ প্রদর্শন দেখিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। চলতি আইপিএলে ১০ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে তারা এবং পয়েন্ট তালিকায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসলো তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয়ের সাথে সাথে কপাল খুললো কলকাতা নাইট রাইডার্সের। এই মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। চলতি মৌসুমে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে তারা এবং শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টিতে খেলা ভেস্তে যেতেই পাঞ্জাবের সাথে সাথে নাইট রাইডার্সের খাতায় একটি করে পয়েন্ট যোগ হয়, যার ফলে পয়েন্ট তালিকার বিচারে আপাতত সপ্তম স্থানে সাত পয়েন্ট নিয়েই রয়েছে।

প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে KKR

Ipl 2025, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

এই পরিস্থিতিতে নাইট রাইডার্সের পক্ষে এখনও প্লে-অফে কোয়ালফাই করার সুযোগ রয়েছে। নাইট রাইডার্সকে এখনও ৫টি ম্যাচ খেলতে হবে। তাদের পরবর্তী পাঁচটি ম্যাচ যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে হবে। ২৯ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে নাইট রাইডার্স তাদের দশম ম্যাচটি খেলতে চলেছে আর এই ম্যাচে কলকাতার জয়ের সম্ভাবনা রয়েছে। আসলে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচ খেলেছে এবং তার মধ্যে দুটি ম্যাচ হেরেছে।

Read More: IPL 2025: তুমুল বাগ্‌বিতণ্ডায় কোহলি-রাহুল, উত্তপ্ত হলো অরুণ জেটলি স্টেডিয়াম !!

অরুণ জেটলি স্টেডিয়ামে পিচ স্পিন বান্ধব, আর কলকাতা দলে নামিদামি স্পিনাররা রয়েছেন যে কারণে এদিন কলকাতার পক্ষে জেতার বড় সুযোগ রয়েছে। দিল্লিকে পরাস্ত করার পর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করতে হবে, আর এই মৌসুমে রাজস্থান, চেন্নাই ও হায়দ্রাবাদ অন্যতম দুর্বল তিন দল। পয়েন্ট তালিকায় একেবারে শেষের তিনে ঠাঁই হয়েছে এই তিন দলের।

এই সমীকরণে প্লে-অফে পৌঁছাবে KKR

Ipl 2025, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই তিনটি জয় পেয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্স এই তিন দলের বিরুদ্ধে জয়ের রেসিপিটা বেশ ভালো ভাবেই জানে। নাইট রাইডার্সকে তাদের শেষ ম্যাচটি টেবিল টপার রয়্যাল চ‍্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে হবে। আর ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা যদি ম্যাচ জিতে যায় তাহলে কলকাতার ১৪ ম্যাচ পরে পয়েন্ট হবে ১৫ যা দিয়ে তারা নিঃসন্দেহে কোয়ালফাই করতে পারবে।

তাছাড়া, টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টসদের তুলনায় নাইট রাইডার্সের নেট রান রেট বেশি তাই কলকাতার ১৫ পয়েন্টে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, টেবিলের উপরের দিকের দলগুলোকে নিজেদের মধ্যে খেলতে হবে। আর তা হলে তাদের পয়েন্টের ঘাটতি দেখা যাবে। পরিস্থিতি যদি নাইট রাইডার্সের দিকে থাকে তাহলে কলকাতা নোট রাইডার্সকে প্লে-অফে কোয়ালিফাই করা থেকে কেউ আটকাতে পারবে না।

READ ALSO: IPL 2025: “চ্যাম্পিয়নের মত লাগছে…” দিল্লীকে হারিয়ে লীগ শীর্ষে বেঙ্গালুরু, নেটমাধ্যমে উচ্ছ্বাস সমর্থকদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *