BCCI: বম্বে হাই কোর্টে ধাক্কা খেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৃষ্টিকর্তা ললিত মোদি (Lalit Modi)। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি এবার দেশের শীর্ষ আদালতে পিটিশন জমা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ১০ কোটি ৬৫ লোককজ টাকার জরিমানা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রসঙ্গত, ললিত মোদি, ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর নিয়ম ভেঙেছিলেন। যে কারণেই তাঁর এই জরিমানা হয়েছে। আর সেই জরিমানার টাকা তিনি বোর্ডের কাছেই দাবি করেছিলেন। কিন্তু তার সেই দাবি খারিজ করে দিয়েছিল বোম্বে হাই কোর্ট।
ললিত মোদির আবেদন খারিজ করেছে বোম্বে হাইকোর্ট

শুধু দাবি খারিজ নয়, বোম্বে হাইকোর্ট ললিতকে ১ লক্ষ টাকার জরিমানাও করেছে। এবার হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ললিত। ললিত তাঁর আবেদনে জানিয়েছেন, যখন ইডি তাকে জরিমানা করেছিল তখন তিনি বোর্ডের একজন আধিকারিক ছিলেন। সেই কারণে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী সেই ক্ষতিপূরণ বোর্ডকেই দিতে হবে। সেই অর্থে, ললিতের জরিমানার টাকা বোর্ডই মেটাবে। সেই একই আবেদন তিনি বোম্বে হাই কোর্টে করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল বোম্বে হাই কোর্ট। এবার দেখার বিষয় শীর্ষ আদালত শুনানিতে কী সিদ্ধান্ত দেয়। গতবার ললিত যখন বোম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন তখন কোর্টে দুই বিচারপতি এমএস সনক ও জিতেন্দ্র জৈনের বেঞ্চ জানিয়ে দিয়েছিল ললিতের আবেদন ভিত্তিহীন, এর কোন সত্যতা নেই। তিনি সম্পূর্ণ ভুল বিষয় আবেদন করেছেন।
Read More: বাদ রিংকু, এন্ট্রি নিলেন বৈভব-সুদর্শন, প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের T20 স্কোয়াড !!
সুপ্রিম কোর্টে আপিল করলেন মোদি

তাকে আদালতের সময় নষ্ট করার জন্য এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে অসম্মান করার জন্য জরিমান করেছিল বম্বে হাই কোর্ট। শুনানিতে ২০০৫ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা তুলে ধরেন বিচারপতিরা। ভারতীয় সংবিধানের ১২ নম্বর ধারা অনুযায়ী, বিসিসিআই একটি স্বশাসিত সংস্থা। কোনও রাজ্যের আওতায় পড়ে না। তাই ললিতার করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারপর অভিযোগের ভিত্তিতে বিসিসিয়ার কাছে কোন আইনি নোটিশ পাঠানো যায় না এমনকি ভবিষ্যতে তিনি যাতে এই ধরনের ভুল না করেন তাই জন্য তাকে সতর্ক থাকতে বলে দিয়েছে আদালত। যে কারণে ন্যায় বিচার পেতেই সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছেন ললিত। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। তারপরে বোর্ড তাকে নির্বাসিতও করেছিল এবং দেশ ছেড়েও পালাতে হয়েছিল তাকে।