ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami) বর্তমানে চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। তবে মাঠের বাইরে থেকেও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে জায়গা হয়নি অভিজ্ঞ এই পেসারের। তাঁর বদলে দলে সুযোগ পেয়েছেন আকাশদীপ ও ঋষভ পন্থ (Rishabh Pant)। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে ফের নতুন আইনি জটিলতায় জড়ালেন শামি। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা নতুন মোড় নিয়েছে।
হাসিন দীর্ঘদিন ধরেই শামির বিরুদ্ধে যৌতুক নির্যাতন ও ভরণপোষণ সংক্রান্ত অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কলকাতা হাইকোর্টের রায়ে শামিকে প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা স্ত্রীকে এবং মেয়ের জন্য ২.৫ লক্ষ টাকা ভরণপোষণ দিতে বলা হয়েছিল। তবে হাসিন জাহান মনে করছেন, মেয়ের দেখভালের জন্য এই অর্থ যথেষ্ট নয়। তাই তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। হাসিনের এই আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকার ও মহম্মদ শামিকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখও নির্ধারিত হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে, এবার শামির ওপর চাপ আরও বাড়তে পারে।
Read More: ED’র খপ্পরে সুরেশ রায়না-শিখর ধাওয়ান, বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় বাজেয়াপ্ত হল ১১.১৪ কোটির সম্পত্তি !!
৪ লাখ নিয়েও মুখ বন্ধ নয় শামি পত্নীর

২০১৮ সাল থেকেই দম্পতির মধ্যে দ্বন্দ্ব চলছেই। পারিবারিক নির্যাতন, যৌতুক হয়রানি এবং ভরণপোষণ নিয়ে টানাপোড়েনের পাশাপাশি হাসিনের অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) তাঁকে ফিক্সিং সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি দেয়, কিন্তু ব্যক্তিগত জীবনের অশান্তি এখনো পিছু ছাড়েনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত নিয়ে প্রশ্ন করা হলে শামি বলেন, “অতীত নিয়ে আমি অনুশোচনা করি না। যা চলে গেছে তা নিয়ে ভাবার সময় নেই। এখন আমার একমাত্র লক্ষ্য ক্রিকেটে ফিরে আসা।”
তবে আদালতের নতুন নোটিশে স্পষ্ট, শামির সামনে এখন ক্রিকেট মাঠে ফেরার চেয়ে বড় চ্যালেঞ্জ ব্যক্তিগত জীবনের সঙ্গে লড়াই করার। শামি রঞ্জি ট্রফিতে অসাধারণ ফর্ম দেখিয়ে ভারতীয় দলে পুনরায় সুযোগ পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন। ভারত ও দক্ষিন আফ্রিকার মধ্যে টেস্ট দলের স্কোয়াড পেলেও এখনও ওডিআই বা টি-টোয়েন্টি দলের স্কোয়াড প্রকাশ পায়নি। শামিকে সাদা বলের ক্রিকেটে এই সিরিজের মাধ্যমেই কামব্যাক করতে দেখতে পাওয়া যাবে।