IPL'কে টক্কর দিতে প্রস্তুত সৌদি আরব, গ্ৰ্যান্ড স্লাম লীগের জন্য করছে টাকার বৃষ্টি !! 1

IPL 2025: বর্তমানে বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে পাল্লা দিয়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে উন্নতমানের ক্রিকেটের সঙ্গে বিপুল অর্থের মেলবন্ধন আইপিএলকে (IPL) এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভারতীয় এই ফ্রাঞ্চাইজি লিগকে টক্কর দিতে এবার মাঠে নেমে পড়েছে সৌদি আরব। তারা আয়োজন করতে চলেছে ক্রিকেটের গ্ৰ্যান্ড স্লাম‌ (Saudi Cricket Grand Slam)। ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে নতুন দিশা দেখাবে এই টুর্নামেন্ট। লিগটিকে টেনিস গ্ৰ্যান্ড স্ল্যামের মতো সাজানো হবে বলে জানা যাচ্ছে।

আইপিএলকে টক্কর দেবে সৌদি ক্রিকেট গ্ৰ্যান্ড স্লাম‌-

IPL'কে টক্কর দিতে প্রস্তুত সৌদি আরব, গ্ৰ্যান্ড স্লাম লীগের জন্য করছে টাকার বৃষ্টি !! 2
Mohammed bin Salman Al Saud with Jay Shah | Image: Getty Images

বর্তমানে বিশ্বের একাধিক দেশে ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। অনেক সময় ক্রিকেটাররা জাতীয় দলের ম্যাচকে গুরুত্ব না দিয়ে এই টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করে থাকেন। এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতে একই মঞ্চে ক্রিকেটে পিছিয়ে থাকা দেশের ক্রিকেটাররা শক্তিশালী দেশের ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পান। ফলে খুব দ্রুত বিশ্ব ক্রিকেটের মানচিত্র বদলে যেতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই সৌদি ক্রিকেট গ্ৰ্যান্ড স্লামের (Saudi Cricket Grand Slam)। ভাবনা চমকে দিয়েছে ক্রিকেট ভক্তদের। সূত্র অনুযায়ী এই টুর্নামেন্টের জন্য ৫০০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সৌদি আরবের ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্ট (SRJ Sports Investment)। লিগটি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন নিল ম্যাক্সওয়েল (Nil Maxwell)। ৫৭ বছর এই ব্যক্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন বোর্ড সদস্য। তিনি প্যাট কামিন্সের (Pat Cummins) মতো ক্রিকেটারের ম্যানেজারের পদও সামলেছেন।

টেনিসের গ্ৰ্যান্ড স্লামের মতো হতে চলেছে এই টুর্নামেন্ট-

IPL'কে টক্কর দিতে প্রস্তুত সৌদি আরব, গ্ৰ্যান্ড স্লাম লীগের জন্য করছে টাকার বৃষ্টি !! 3
Dubai international cricket stadium | Image: Getty Images

সূত্র অনুযায়ী নিল ম্যাক্সওয়েল (Nil Maxwell) দীর্ঘদিন ধরে আইসিসির (ICC) সঙ্গে গোপনে সৌদি গ্ৰ্যান্ড স্লাম টুর্নামেন্টকে নিয়ে আলোচনা চালাচ্ছেন। টেনিসে বছরে চরাটি গ্ৰান্ড স্লাম হয়। ঠিক একইভাবে সৌদি বিশ্বের চারটি দেশে বিভিন্ন সময় চারটি টুর্নামেন্ট আয়োজন করবে। এই টুর্নামেন্টগুলির ফাইনাল সম্ভবত সৌদি আরবে অনুষ্ঠিত হবে। ছেলে ও মেয়েদের নিয়ে আলাদা টি-টোয়েন্টি এবং টেস্ট ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করার ভাবনাচিন্তা চলছে। টুর্নামেন্টের জন্য মোট ৮ টি দল বেছে নেওয়া হতে পারে। ভারতীয় ক্রিকেটাররা যাতে ক্রিকেট গ্ৰ্যান্ড স্লামে (Saudi Cricket Grand Slam) অংশগ্রহণ করতে পারে সেই বিষয়েও বিসিসিআইয়ের (BCCI) সাথে আলোচনা করা হবে বলে জানা গেছে। সৌদি ক্রিকেট গ্ৰ্যান্ড স্লামের মূল উদ্দেশ্য হলো ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বাইরেও ক্রিকেটের ক্ষমতায়নকে ছড়িয়ে দেওয়া। আরও নতুন দেশের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তাকে পৌঁছে দিয়ে টেস্ট ক্রিকেটকে পুনর্জীবিত করার ক্ষেত্রেও সৌদি ক্রিকেট গ্ৰ্যান্ড স্লাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু এখনও পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *