গম্ভীরের রাজনীতিতে শেষ এই যোগ্য ক্রিকেটারের ক্যারিয়ার, জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ !! 1

ভারতের হয়ে জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার জন্য তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা অপেক্ষা করে থাকেন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করেও বহু ক্রিকেটার নির্বাচকদের নজরে আসতে পারছেন না। প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসার পর অনেকেই অভিযোগ তুলেছেন যে তিনি নিজের পছন্দের মতো ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার পিছনেও তার হাত ছিলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবার এই তরুণ ব্যাটসম্যান‌ও একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না।

Read More: “ওদের এক্তিয়ারই নেই…” ভারতীয় ক্রিকেটে নাক গলাচ্ছেন বিদেশীরা? ক্ষোভ উগড়ে দিলেন গাওস্কর !!

দুরন্ত ফর্মে সরফরাজ-

sarfaraz-scores-century-vs-haryana
Sarfaraz Khan | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খান (Sarfaraz Khan) দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের হয়ে অন্যতম তারকা হয়ে উঠেছেন। জাতীয় দল থেকে বাদ পড়লেও তিনি নিজেকে কঠোর অনুশীলনের মাধ্যমে আবারও নতুন করে গড়ে তুলেছেন। চলতি বুচি বাবু টুর্নামেন্টে (Buchi Babu Turnament) তার‌ই ঝলক ধরা পড়ছে। ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন এই ব্যাটসম্যান। তিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচে তামিলনাড়ু ক্রিকেট অ্যাকাডেমির (TNCA) বিপক্ষে মাঠে নেমেছিলেন।

এই ম্যাচের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে ১১৪ বলে ১৩৮ রানের দুরন্ত ইনিংস আসে। সরফরাজ এই ইনিংসটি সাজান ১০ টি চার এবং ৬ টি ছয় দিয়ে। এরপর বুচি বাবু টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে হরিয়ানার বিরুদ্ধেও জ্বলে ওঠেন এই তারকা। এই ম্যাচের প্রথম ইনিংসে হাঁকান একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। ৯৯ বলে ১১১ রান করে মুম্বাইকে চালকের আসনে পৌঁছে দেন তিনি। ফলে পরপর শতরান করে আবারও আলোচনায় উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বঞ্চিত সরফরাজ-

Sarfaraz khan, team india, সরফরাজ খান
Sarfaraz Khan | Image: Getty Images

গত বছর ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ঘরের মাঠে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন সরফরাজ খান (Sarfaraz Khan)। অভিষেক ম্যাচেই দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে ভক্তদের মনে জায়গা করে নেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলে নিজের জায়গা পাকা করে নেওয়ার চেষ্টা করেছিলেন এই তারকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভারতীয় দলে ছিলেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান।

তবে সরফরাজ (Sarfaraz Khan) এই সিরিজে একটিও ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ করে নিতে পারেননি। অন্যদিকে সিরিজ চলাকালীন ড্রেসিং রুমের খবর তিনি বাইরে ফাঁস করেছেন বলে অভিযোগ সামনে আসে। সূত্র অনুযায়ী শুধুমাত্র এই কারণেই সম্প্রতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জায়গা পাননি এই তারকা। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জন্যেই দুরন্ত ফর্মে থাকার পর‌ও জাতীয় দলে সরফরাজ জায়গা পাচ্ছেন না বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৩৭১ রান সংগ্রহ করেছেন এই প্রতিভাবান ব্যাটসম্যান।

Read Also: গণেশ চতুর্থীতে নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করালেন পৃথ্বী শ’, রূপে দীপিকা-অনুষ্কাদের খাওয়াবেন জল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *