ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ার পরেও একটা সময় দিনের পর দিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিলো সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। পরিস্থিতি খানিক বদলায় গত বছরের গোড়ায়। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাঝপথে সুযোগ দেওয়া হয়েছিলো মুম্বইয়ের তরুণকে। বেন স্টোকসদের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলেন তিনি। তিনটি অর্ধশতক’ও করেছিলেন। এরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজেও ডাক পেয়েছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। কিউইদের বিপক্ষে ১৫০ রানের চোখধাঁধানো ইনিংস’ও খেলেন। কিন্তু এরপরই ফের টিম ম্যানেজমেন্টের রেডার থেকে হারিয়ে যান তিনি। অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে থাকলেও সুযোগ পান নি একটি টেস্টেও। ইংল্যান্ড সফরে রাখাই হয় নি তাঁকে। তবে ধাক্কা সামলে তিনি যে ঘুরে দাঁড়াতে তৈরি তা বুঝিয়ে দিয়েছেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটকে আশ্রয় করেই স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের।
Read More: ”৬,৬,৬,৬,৪,৪..”, বিধ্বংসী ইনিংসে রাজকীয় কামব্যাক, নির্বাচকদের বার্তা দিলেন রুতুরাজ !!
বুচি বাবুতে ফের শতক সরফরাজের-

বর্ডার-গাওস্কর ট্রফি চলাকালীন কোচ গৌতম গম্ভীরের বিরাগভাজন হয়েছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। তাঁর বিরুদ্ধে উঠেছিলো ড্রেসিংরুমের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করার অভিযোগ। এরপর ইংল্যান্ড সফরে আর ভাবাই হয় নি তাঁর কথা। ভারত-এ’র জার্সিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ৯২ ও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তঃস্কোয়াড ম্যাচে ধুন্ধুমার শতরান করার পড়েও রয়ে গিয়েছিলেন ব্রাত্য। সেই উপেক্ষা দমিয়ে দিতে পারে নি সরফরাজকে (Sarfaraz Khan)। নিজেকে নিবিড় অনুশীলনে ডুবিয়ে রেখেছিলেন তিনি। তাঁর ফিটনেস নিয়ে এতদিন প্রশ্ন তুলতেন অনেকে। স্থূল চেহারার জন্য নেটদুনিয়ায় ট্রলিং-এর শিকারও হয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। সমালোচকদের মুখ বন্ধ করতে ফিটনেস ট্রেনিং-এ জোর দিয়েছিলেন তিনি। গত দুই মাসে ১৭ কেজি ওজন কমলেও সরফরাজের ব্যাটের ধার যে বিন্দুমাত্র কমে নি তা স্পষ্ট হয়েছে তাঁর পারফর্ম্যান্সেই।
মুম্বইয়ের জার্সিতে বুচি বাবু আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। দিনকয়েক আগে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (TNCA) একাদশের বিরুদ্ধে দুর্ধর্ষ একটি ইনিংস খেলেছিলেন তিনি। মাত্র ৯২ বলে করেছিলেন শতরান। শেষমেশ ১১৪ বলে ১৩৮ করে অবসৃত হন। মেরেছিলেন ১০টি চার ও ৪টি ছক্কা। সরফরাজের দুর্দান্ত ইনিংস সেদিন শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলো মুম্বইকে। হরিয়ানার বিরুদ্ধেও সেই ফর্ম ধরে রাখলেন বছর ২৭-এর ব্যাটার। বুচি বাবু টুর্নামেন্টে দ্বিতীয় শতরান সম্পূর্ণ করেন মাত্র ৯৯ বলে। ট্রেডমার্ক স্টাইলে ঈশান্ত ভরদ্বাজকে ছক্কা হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের মাইলস্টোন। প্রচণ্ড গরমে পেশীতে টান ধরেছিলো সরফরাজের (Sarfaraz Khan)। কিন্তু তা সত্ত্বেও তাঁকে রুখতে কালঘাম ছুটলো হরিয়ানার বোলারদের। শেষমেশ পার্থ ভাটসের বলে যখন আউট হন তখন তাঁর নামের পাশে ১১১ বলে ১১১ রান।
জাতীয় দলে ফিরবেন সরফরাজ ?

বুচি বাবু টুর্নামেন্টে জোড়া শতরান করে মুখ্য নির্বাচক অজিত আগরকার ও কোচ গৌতম গম্ভীরকে যেন বার্তা দিয়ে রাখলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। অক্টোবর ও নভেম্বর মাসে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। দল নির্বাচনের সময় মুম্বইয়ের তরুণকে নিয়ে নিঃসন্দেহে আলোচনা করতেই হবে নির্বাচকদের। ইংল্যান্ড সফরে ওপেনিং স্লটে প্রতিষ্ঠা পেয়েছে কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল জুটি। চার ও পাঁচ নম্বরে নিজেদের জায়গা নির্দিষ্ট করে নিয়েছেন অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ। ছয় ও সাতে জায়গা পাকা করে নিয়েছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররাও। প্রশ্ন থেকে গিয়েছে শুধুমাত্র তিন নম্বর জায়গাটি নিয়ে। করুণ নায়ার বা সাই সুদর্শন, আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি কেউই। আসন্ন সিরিজ দু’টিতে সেই পজিশনে সরফরাজকে ভেবে দেখতে পারে ভারত।