sarfaraz-scores-century-in-buchi-babu
Sarfaraz Khan | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়েও দীর্ঘসময় জাতীয় দল থেকে দূরে থাকতে হয়েছিলো সরফরাজ খান’কে (Sarfaraz Khan)। পরিস্থিতি খানিক বদলায় গত বছর। ইংল্যান্ড সিরিজের মাঝপথে আহত হয়ে ছিটকে যান কে এল রাহুল। তাঁর বদলি হিসেবে ডেকে পাঠানো হয় সরফরাজকে। শেষমেশ শিকে ছেঁড়ে মুম্বইয়ের তরুণের ভাগ্যে। রাজকোটে হয় টেস্ট অভিষেক। ঐ সিরিজে তিনটি টেস্ট খেলেছিলেন তিনি। এরপর ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলানো হয়েছিলো তাঁকে। মোট ৬টি টেস্টে ৩৭.১০ গড়ে করেন ৩৭১। কিউইদের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে শতরানও করেন সরফরাজ (Sarfaraz Khan)। কিন্তু বিদেশে এখনও তাঁর উপর আস্থা দেখাতে পারে নি ‘মেন ইন ব্লু।’ অস্ট্রেলিয়াতে পাঁচটি টেস্টেই তিনি ছিলেন রিজার্ভ বেঞ্চে। ইংল্যান্ড সফরের স্কোয়াডে রাখাই হয় নি তাঁকে।

Read More: সঞ্জু স্যামসন’কে পেতে মরিয়া নাইট রাইডার্স, রাজস্থান’কে বিপুল অর্থের প্রস্তাব শাহরুখদের !!

বুচি বাবুতে শতরান সরফরাজের-

Sarfaraz Khan | Image: Twitter
Sarfaraz Khan | Image: Twitter

বর্ডার-গাওস্কর ট্রফির পর সরফরাজের (Sarfaraz Khan) দিকে প্রকাশ্যেই আঙুল তুলেছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি নাকি সাজঘরের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস করেছেন, উঠেছিলো অভিযোগ। এরপর তাঁকে ছেঁটেও ফেলা হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও অবশ্য হার মানেন নি সরফরাজ খান (Sarfaraz Khan)। নিজেকে ডুবিয়ে ফেলেছিলেন নিবিড় প্রস্তুতিতে। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠত এতদিন। বিসিসিআই-এর নির্দেশ মেনে দুই-আড়াই মাসে ১৭ কেজি ওজম কমিয়েছেন তিনি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত-এ’র হয়ে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। ফর্মের প্রমাণ দিয়েছিলেন ভারতীয় দল বনাম ভারত-এ আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচেও। করেন ঝোড়ো শতরান। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলেন আজও। বুচি বাবু ট্রফির ম্যাচে মুম্বইয়ের হয়ে আজ ফের করলেন শতরান।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে বুচি বাবু ট্রফির ম্যাচ চলছে মুম্বইয়ের। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। স্কোরবোর্ডে যখন ৩ উইকেটের বিনিময়ে ৯৮ রান, তখন ক্রিজে এসেছিলেন সরফরাজ। চাপে থাকা মুম্বইকে উদ্ধার করেন তিনি। প্রথমে সুবেদ পার্কারের সাথে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৭২ রান। সতীর্থ সাজঘরে ফিরলেও থামানো যায় নি সরফরাজকে (Sarfaraz Khan)। আকাশ পার্কারের সাথে নয়া জুটি গড়েন তিনি। স্পিনার মণিমরণ সিদ্ধার্থের বিরুদ্ধে ৪২ বলে ছিনিয়ে নেন ৪৯ রান। দেখতে দেখতে মাত্র ৯২ বলে ছুঁয়ে ফেলেন শতরানের মাইলস্টোন। ১১৪ বলে ১৩৮ করে শেষমেশ অবসৃত হন সরফরাজ। দিনের শেষে তাঁর দলের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ৩৬৭ রান। ১০টি চার ও ৬টি ছক্কায় আজ ইনিংস সাজিয়েছেন ২৭ বর্ষীয় তরুণ।

উইন্ডিজ সিরিজে খেলতে পারেন সরফরাজ-

Sarfaraz Khan | Image: Getty Images
Sarfaraz Khan | Image: Getty Images

আগামী অক্টোবর মাসের ২ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন ঘটতে পারে সরফরাজের (Sarfaraz Khan)। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের গতিসমৃদ্ধ বাইশ গজে তাঁকে সুযোগ না দিলেও ভারতের ঘূর্ণি উইকেটে মুম্বইয়ের তরুণ যে দেশের অন্যতম সেরা ব্যাটার, তা বিলক্ষণ জানেন কোচ গৌতম গম্ভীর বা টিম ইন্ডিয়ার ব্যাটিং পরামর্শদাতা সীতাংশু কোটাক। ফলে ফের একবার দরজা খুলতে পারে তাঁর জন্য। পাঁচ বা ছয় নম্বরে তাঁকে নামানো হতে পারে। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের অন্যান্য পজিশনগুলিতে কারা খেলবেন তা মোটামুটি পরিষ্কার। কেবল চিন্তা রয়েছে তিন নম্বর পজিশনটি নিয়ে। ইংল্যান্ডে সাই সুদর্শন ও করুণ নায়ার সুযোগ পেয়েও আহামরি পারফর্ম করতে পারেন নি। উইন্ডিজ সিরিজে তাই সুযোগ দেওয়া হতে পারে অভিমন্যু ঈশ্বরণকে।

Also Read: এশিয়া কাপ দলে এন্ট্রি নিচ্ছেন গিল, জায়গা হারলেন দুই গুরুত্বপূর্ণ তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *