“একদম লগানের মত…” রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ সরফরাজ খান, তুলনা করলেন আমির খানের ব্লকবাস্টারের সাথে !! 1

সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিলো ২০২১ সালে। বিরাট কোহলি সরে দাঁড়ানোয় টেস্ট ফর্ম্যাটেও তিনি অধিনায়ক হন ২০২২-এ। নেতার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর টিম ইন্ডিয়াকে (Team India) নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নিশিপের ফাইনাল খেলেছে দল, জায়গা করে নিয়েছে ওডিআই বিশ্বকাপের ফাইনালে। দুবারই হারতে হলেও প্রশংসা কুড়িয়েছিলো ‘মেন ইন ব্লু’র পারফর্ম্যান্স। অবশেষে সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গ জয় সম্ভব হয়েছে চলতি বছরের জুন মাসে। কেনসিংটন ওভালের বাইশ গজে রোহিত শর্মা’র (Rohit Sharma)  দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছে টি-২০ বিশ্বকাপ।

অধিনায়ক হিসেবে আইপিএলে রোহিতের (Rohit Sharma)  সাফল্য ঈর্ষণীয়, আন্তর্জাতিক আঙিনাতেও তিনি যে একই রকম দক্ষ, তা প্রমাণ করেছেন তিনি। পরপর টুর্নামেন্টের ফাইনাল খেলা, এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ জয়, অধিনায়ক রোহিতের সাফল্যের ইউএসপি’টা ঠিক কি? এই প্রশ্নেরই উত্তরের সন্ধানে এখন ক্রিকেট দুনিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে অপেক্ষাকৃত কম সময় নেতৃত্ব দিলেও এর মধ্যে তাঁকে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করছে ক্রিকেটদুনিয়া। সাজঘরের অন্দরের খবর সামনে আনলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। গত ফেব্রুয়ারি মাসেই টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। রোহিতের সাথে সাজঘর ভাগ করে নিয়েছেন মাত্র ৩টি ম্যাচ, কিন্তু এর মধ্যেই হিটম্যান ম্যানিয়ায় আক্রান্ত তিনিও। ‘বড় দাদা’র মত যেভাবে আগলে রাখেন তা মন ভরিয়েছে মুম্বইয়ের তরুণের।

Read More: হবু স্বামীর সাথে মুম্বাই ফিরলো হার্দিকের প্রাক্তন স্ত্রী, সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও !!

সরফরাজের ‘ভুবন’ আসলে রোহিত শর্মা’ই-

Rohit Sharma and Sarfaraz Khan | Image: Twitter
Rohit Sharma and Sarfaraz Khan | Image: Twitter

ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম্যান্সের পরেও একটা সময় টিম ইন্ডিয়াতে (Team India) ব্রাত্যই থেকে যাচ্ছিলেন সরফরাজ খান। ২০১৯ থেকে ২০২২-টানা চার বছর রঞ্জি ট্রফিতে ১০০’র উপর গড় রেখেছিলেন, তাও কখনও ফিটনেস সমস্যা আবার কখনও শৃঙ্খলাজনিত কারণে তাঁকে ‘কালো তালিকা’য় রাখতেন পূর্বতন নির্বাচকমণ্ডলী। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর অভিষেকের কথা থাকলেও শেষমেশ বাদই দেওয়া হয় সরফরাজকে (Sarfaraz Khan)। অবশেষে ২০২৪-এ এসে শিকে ছিঁড়েছে তাঁর ভাগ্যে। ফেব্রুয়ারি মাসে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ চলাকালীন মিডল অর্ডারের এক ঝাঁক ব্যাটারকে খুইয়েছিলো টিম ইন্ডিয়া। ছিলেন না বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল’রা। শূন্যস্থান পূরণের জন্য ডাক পেয়েছিলেন সরফরাজ। ৩ টেস্টে ৫০ গড়ে ২০০ রান করে রাখেন প্রতিভার স্বাক্ষর।

নিজের ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সরফরাজ খান। বক্তব্যের অনেকটা অংশ জুড়ে রয়েছে রোহিত (Rohit Sharma) বন্দনা। আমির খানের সুপারহিট চলচ্চিত্র ‘লগান’-এর সাথেও বর্তমান ভারতীয় দলের তুলনা করেছেন তিনি। বলেন, “উনি (রোহিত শর্মা) একদম আলাদা। উনি আপনাকে একদম স্বচ্ছন্দ রাখতে পারেন। আমাদের কাছে বড় দাদার মত। আমি ওনার সাথে খেলা উপভোগ করি। কখনও আমাদের সাথে জুনিয়রের মত ব্যবহার করেন না। খুবই ইতিবাচক একজন মানুষ। যেভাবে উনি কথা বলেন, তা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।” সরফরাজের আরও জানিয়েছেন, “লগান আমার প্রিয় সিনেমা। যেভাবে আমির খান সেখানে দল গড়েছিলেন, রোহিত ভাইকে দেখে আমার তার কথা মনে হয়। আমার কাছে উনি’ই লগানের আমির খান। মনে হয় যে উনি আপনার পরিবারের অংশ।”

দেখে নিন সরফরাজের সাক্ষাৎকারটি-

Also Read: বুকে পাথর রেখে সিদ্ধান্ত নিচ্ছে অধিনায়ক রোহিত, বিরাট-রাহুল সহ এই খেলোয়াড়কে প্রথম টেস্ট থেকে দিলেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *