“আচ্ছা চলতা হু…” নিউজিল্যান্ড সিরিজেই শেষ সরফরাজ খানের টেস্ট ক্যারিয়ার, গম্ভীর দেবেন না দ্বিতীয় সুযোগ !! 1

Sarfaraz Khan: ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় খেলা আবার একবার পিছিয়ে পড়েছে ভারতীয় দল। প্রথম টেস্টের লজ্জা জনক পরিণতির পর দ্বিতীয় টেস্টে কামব্যাক করার একটি দুর্দান্ত সুযোগ ছিল ভারতীয় দলের কাছে। তবে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফরমেন্সের ফলে টিম ইন্ডিয়া আপাতত যথেষ্ট পিছিয়ে পড়েছে। এই টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৭৯.১ ওভারে ২৫৯ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতীয় দলের দুই স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং ওয়াসিংটন সুন্দর (Washington Sundar) দুজনেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বিপাকে ফেলেছিলেন। প্রথম ইনিংসে সুন্দর ৭টি এবং অশ্বিন ৩টি উইকেট নিয়েছিলেন।

দ্বিতীয় টেস্টেও ব্যার্থ ভারতীয় দল

Ind vs nz, sarfaraz khan
IND vs NZ | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে প্রথম দিনেই ভারতীয় দলের প্রদর্শন ছিল একেবারেই জঘন্য। প্রথম দিনেই অধিনায়ক রোহিত শর্মা খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন। এরপর তৃতীয় দিনের খেলা শুরু হতেই প্রথম ঘণ্টার মধ্যে উইকেট হারিয়ে ফেলেন তারকা খেলোয়ার বিরাট কোহলি। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আবার একবার ব্যর্থ হয়েছেন মুম্বাইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান (Sarfaraz Khan)। কঠিন সময়ে ব্যাটিং করতে এসে সহজেই নিজের উইকেট হারিয়ে ফেলেছিলেন সরফরাজ। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সরফরাজ। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভারতীয় দল প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয় থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছিল।

তবে আবার একবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ব্যর্থ হয়েছেন তিনি। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় টেস্টে ভালো সূচনা করার পরেও একটি সাধারন শর্ট খেলে প্যাভিলিয়নের ফিরতে হয় সরফরাজকে। তার এই ব্যাটিংয়ে একেবারে খুশি নন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। জানা গিয়েছে তিনি যদি দ্বিতীয় ইনিংসেও ব্যার্থ হন তাহলে তাকে পরবর্তী টেস্ট ম্যাচে বাইরে বসে কাটাতে হবে।

বাজে শর্ট খেলে আউট হলেন সরফরাজ

Ind vs nz, gautam gambhir
Sarfaraz Khan | Image: Getty Images

দ্বিতীয় টেস্টে ভারতীয় দল তিনটি পরিবর্তন নিয়েই সূচনা করেছিল। সরফরাজ প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন বলেই দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পেয়েছেন নাহলে তাকে দল থেকে বাদ পড়তে হতো। তবে সূত্রের খবর অনুযায়ী, সরফরাজ খানের বদলে কেএল রাহুলকে (KL Rahul) লম্বা সময় ধরে ভারতীয় দলের হয়ে খেলাতে চান গম্ভীর। সাংবাদিক সম্মেলনে তিনি রাহুলকে সুযোগ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছিলেন। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় আগামী টেস্টে ছিনিয়ে নেবেন সরফরাজের জায়গা।

Read Also: Sarfaraz Khan: রানআউটের হাত থেকে পন্থকে বাঁচতে ক্রিজে হঠাৎ লম্ফঝম্ফ সরফরাজের, নিমেষে ভিডিও হলো ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *