Sarfaraz Khan: এশিয়ান গেমস ২০২৩-এর ১৯ তম সংস্করণ ২৩ সেপ্টেম্বর থেকে চীনের হাংঝুতে শুরু হতে চলেছে। এই টুর্নামেন্টের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই শুক্রবার টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে রিংকু সিং, শাহবাজ আহমেদ, জিতেশ শর্মা এবং তিলক ভার্মার মতো খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রচুর রান করা সরফরাজ খানকে ফের উপেক্ষা করা হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিসিসিআই তাকে ভারতীয় দলে সুযোগ দিতে চায় না।
এই দেশের হয়ে মাঠে নামবেন সরফরাজ খান !
এশিয়ান গেমস ২০২৩-এর দলে সরফরাজ খানকে সুযোগ দেওয়া হয়নি। যার জেরে ফের একবার শিরোনামে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে উপেক্ষিত হওয়ার পরে, জল্পনা ছিল যে তিনি চীনে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে সুযোগ পেতে পারেন। কিন্তু স্কোয়াড সামনে আসার পর আবারও হতাশ হয়েছেন ফ্যানরা। বিসিসিআই বারবার উপেক্ষা করে একটি বিষয় পরিষ্কার করেছে যে, ভবিষ্যতে এই খেলোয়াড়কে সুযোগ দেবে না।
শোনা যাচ্ছে, এই কারণে টিম ইন্ডিয়ার বদলে আসন্ন বিশ্বকাপে তিনি পাকিস্তানের হয়ে মাঠে নামতে পারেন। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অন্য দেশের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। বাংলাদেশে চেয়েছিল সরফরাজ তাদের হয়ে খেলুক। তবে দেশের হয়ে খেলার আশায় সেই সুযোগ ছেড়ে দেন তিনি।
সরফরাজের পক্ষে সওয়াল করেছেন প্রাক্তনরা
সরফরাজের এই সুযোগ না পাওয়ায় অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং বলেন, “সরফরাজ খানের জন্য আমার খুব খারাপ লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৮০-এর বেশি কিন্তু তা সত্ত্বেও দলে জায়গা পাচ্ছেন না তিনি। টিম ম্যানেজমেন্ট তার জায়গায় বাকি খেলোয়াড়দের বেছে নিচ্ছে এবং এই জিনিসটা দেখে আমার মোটেও ভালো লাগছে না।” শুধু পন্টিং নন, এর আগে সরফরাজের জন্য গলা ফাটিয়েছেন সৌরভ, গাভাস্কার, শচীনের মতো তারকারা। তবে তাতেই কাজের কাজ কিছু হয়নি।
এশিয়ান গেমস ২০২৩-এর জন্য ভারতীয় স্কোয়াড:
ঋতুরাজ গায়কওয়াড (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আভেশ খান, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক)
Also Read: রাহুল দ্রাবিড় বা VVS লক্ষণ নয়, আশিস নেহরা হবেন টিম ইন্ডিয়ার হেড কোচ, শীঘ্রই নেবেন দায়িত্ব !!