Sarfaraz Khan: ২০২৩ সাল ক্রিকেটের মরশুম, আর এই মৌসুমে একের পর এক টুর্নামেন্টের সাক্ষী হচ্ছে দর্শকগণ। আপাতত সামনে রয়েছে এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (Asia Cup 2023)। এ বছর পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, তো ভারতের মাটিতেই বসতে চলেছে বিশ্বকাপের আসর। ১২ বছর পর আবার ভারতে বসছে এই আসর , ১৯৯৬ সালে যখন ভারতে বিশ্বকাপের আসর বসেছিল তখন সেমিফাইনালে শ্রীলংকার কাছে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। আর তার বদলা ২০১১ সালে, ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয় লাভ করে। তবে ভারতীয় দলের কাছে আবার এবছর রয়েছে সুবর্ণ সুযোগ বিশ্বকাপ জয়ের। আর এই এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে ভারতীয় দল এশিয়ান গেমস খেলতে চলেছে।
Read More: WC 2023: বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ভারতের সম্মানে এই কাজ করলো নেদারল্যান্ডস দল, সাধুবাদ জানালেন স্বয়ং জয় শাহ !!
দলের দায়িত্ব নেবেন শিখর ধাওয়ান
সুত্রের খবর অনুযায়ী এই এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে বর্ষিয়ান প্লেয়ার শিখর ধাওয়ানকে (Sikhar Dhawan)। বিগত সাত মাস ধরে জাতীয় দলের বাইরেই রয়েছেন গব্বর । যদিও তার ফর্মের সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছিল, যে কারণে দল থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছিল । তবে এবার এশিয়ান গেমসে কামব্যাক করতে পারেন ধাওয়ান। এমনকি ভারতীয় দলের নেতৃত্ব দেবেন তিনি। তবে এই এশিয়ান গেমস আর এশিয়া কাপ দুটি ভিন্ন , যে কারণে একদিকে যখন রোহিত শর্মা (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে, তখন অন্যদিকে ধাওয়ানের নেতৃত্বে তরুণ দল এশিয়ান গেমস খেলবে। তবে সূত্র মারফত এটাও সামনে আসছে যে, ভারতীয় দলে অভিষেক হতে চলেছে সরফরাজ খানের। গত তিন বছর ধরে ঘরোয়া লিগে বেশ দুর্দান্ত পারফরমেন্স করতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের এই প্লেয়ারটিকে। তবে বারবার নির্বাচকরা উপেক্ষা করে চলছে তাকে, এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরেও সুযোগ পেলেন না সরফরাজ।
ভাগ্য খুলতে চলেছে সরফরাজের
আসন্ন এশিয়ান গেমসে ভাগ্য খুলতে চলেছে সরফরাজ খানের শিখর ধাওয়ানের ক্যাপ্টেন্সিতে ভারতের হয়ে অভিষেক করতে দেখা যাবে সরফরাজকে। অন্যদিকে, তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, ২০২০-২১ সিজিনে সর্বাধিক রানের মালিক ছিলেন সরফরাজ, প্রথম শ্রেণিতে ৭৯.৬৫ গড়ে ব্যাটিং করছেন তিনি, ৩৬ টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৫০৫ রান করেছেন সরফরাজ। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ১৩ টি সেঞ্চুরি ও ৯ টি হাফ সেঞ্চুরি। ২০১৯-২০ সিজিনে ১৫৫ গড়ে ৯২৮ রান বানিয়েছিলেন তিনি, ২০২১-২২ সালে তিনি ১২৩ গড়ে করেছেন ৯০০ এর বেশি রান করেছেন।