পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !! 1

ভারতে প্রতি বছর অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করে। তারা আইপিএলের মতো মঞ্চে দুরন্ত পারফর্মেন্স করে নির্বাচকদের নজর করার চেষ্টা করে থাকেন। সরফরাজ খান (Sarfaraz Khan) ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও তিনি দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সম্প্রতি সমস্ত বিতর্ককে ফেলে তিনি আবারও জ্বলে উঠেছেন। এর মধ্যেই এবার আইপিএলে (IPL 2026) দল পেলেন সরফরাজ। এই তারকাকে এবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলতে দেখা যাবে।

Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!

CSK’তে সরফরাজ-

sarfaraz-scores-century-in-irani-cup
Sarfaraz Khan | Image: Getty Images

সরফরাজ খান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মতো দলের হয়ে খেলেছিলেন। কিন্তু ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর ২০২৫ আইপিএলের মেগা নিলামে তিনি অবিক্রিত থেকে যান। আজ আগামী মরসুমের জন্য আয়োজিত মিনি নিলামে প্রথমে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কিনতে আগ্রহ প্রকাশ করেনি। তবে অ্যাক্সিলারেটেড রাউন্ডে আর‌ও একবার তাকে ফিরিয়ে আনা হয়।

এই বছর মিনি নিলামে সরফরাজের বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। তাকে এই দামে কিনে নেয় চেন্নাই সুপার কিংস (CSK)। অবশেষে আবারও আইপিএলের মধ্যে ফিরতে চলেছেন এই দক্ষ ব্যাটার। উল্লেখ্য এখনও পর্যন্ত আইপিএলে ৫০ ম্যাচে সরফরাজ খান মোট ৫৮৫ রান সংগ্রহ করেছেন। তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৩০.৫।

দুরন্ত ফর্মে সরফরাজ-

Kkr
Sarfaraz Khan | Image: Getty Images

জাতীয় দলে কামব্যাক করার জন্য সম্প্রতি নিজেকে প্রস্তুত করছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ওজন অনেকটাই কমিয়ে আনেন। তাও ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে জাতীয় টেস্ট দলে জায়গা দেওয়া হয়নি। যা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা পর্যন্ত প্রশ্ন তুলেছিলেন। সম্প্রতি মুম্বাইয়ের হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে আবারও আলোচনায় উঠে এসেছেন সরফরাজ।

এই বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (Syed Mushtaq Ali) একের পর এক রেকর্ড গড়ছেন তিনি। আজ রাজস্থানের হয়ে মাত্র ১৫ বলে অর্ধশতরান করেন। এটি এখনও পর্যন্ত মুম্বাইয়ের হয়ে করা এই টুর্নামেন্টে দ্রুত অর্ধশতরান। তার ব্যাট থেকে আসে ২২ বলে ৭৩ রান। ৭ টি ছয় এবং ৬ টি চার মারেন এই তারকা। এর আগে হরিয়ানার বিপক্ষে ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার ব্যাট থেকে এই ম্যাচে ৯ টি চার এবং ৩ টি ছয় এসেছিল।

Read More: ‘দুই পয়সার অধিনায়ক ..’, সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *