ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি গুয়াহাটির বসরাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ইডেনে প্রথম টেস্টে ভরাডুবির পর ভারতীয় দল তাদের পরবর্তী টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই চালাবে। ভারতীয় দলের ইডেন টেস্টে ব্যাটিং ব্যার্থতার জেরে ৩০ রানে হারতে হয়েছে ম্যাচ। ভারতের কাছে আরও একটি দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে ক্যাপ্টেন শুভমান গিলের (Shubman Gill) চোট। ভারত অধিনায়ক শুভমান প্রথম টেস্টে ব্যাটিং করতে এসে ঘাড়ে গুরুতর চোট পেয়েছিলেন। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে তিনি আর প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। শুভমানকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং শেষ আপডেটে এটাই জানা গিয়েছে যে শুভমানকে হাসপাতাল থেকে ছাড়া হলেও তাঁকে হোটেলে বিসিসিআইয়ের মেডিকেল তত্ত্বাবধানে রেখে দেওয়া হয়েছে।
দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন শুভমান গিল

দ্বিতীয় টেস্ট শুরু হতে মাঝে সময় রয়েছে আর মাত্র চার দিনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে উঠলেও তাঁর পক্ষে মাঠে নামাটা ঝুঁকিপূর্ণ হবে বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে তাঁকে দ্বিতীয় ম্যাচে আর খেলতে দেখতে পাওয়া যাবে না। তাঁর বদলে ঋষভ পন্থ (Rishabh Pant) এই ম্যাচে নেতৃত্ব দেবেন। যেহেতু পন্থ টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন তাই এই টেস্টে তিনিই নেতৃত্ব দেবেন। ইডেনেও শুভমানের অনুপস্থিতিতে ঋষভ পন্থ নেতৃত্ব দিচ্ছিলেন দলকে। প্রথম টেস্টে পরাজয়ের পর ভারত ১-০ ব্যাবধানে এই সিরিজে পিছিয়ে পড়েছে। শুভমানের বদলে এই টেস্টে বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।
Read More: শাহীন আফ্রিদির পার্টিতে খাবার খেয়ে অসুস্থ শ্রীলঙ্কান অধিনায়ক সহ একজন, রাতারাতি ফিরলেন দেশে !!
বিদ্রোহী খেলোয়াড় ছিনিয়ে নিলেন জায়গা

দেশের মাটিতে ভারতের স্পিন খেলার ব্যার্থতার পর উঠেছে প্রশ্ন। যে কারণে এবার দলে ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান বানানো সরফরাজ খানকে (Sarfaraz Khan) দলে ফিরিয়ে আনতে চাইছে নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ঘরের মাঠে যে টেস্টে ৩-০ ব্যাবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল সেখানে কঠিন পিচে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সরফরাজ খান আবার ভারতীয় দলে ফিরে আসলে চারে ব্যাটিং করতে পারেন। তাঁর ব্যাট থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে বড় রানটি এসেছিল সেটি চার নম্বরে ব্যাটিং করতে এসেই এসেছিল। এর থেকে এটা স্পষ্ট যে তিনি চারে ব্যাটিং করার জন্য প্রস্তুত। সরফরাজ আপাতত ভারতের জার্সিতে ৬ ম্যাচে ৩৭.১০ গড়ে ৩৭১ রান বানিয়েছেন।