Sarfaraz Khan: শ্রীলঙ্কা সফরে লজ্জাজনক পরাজয়ের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিয়ে কামব্যাক করতে প্রস্তুত ভারতীয় দল। রোহিত শর্মা (Rohit Sharma) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir) চাইবেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় সুনিশ্চিত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) টিকিট কনফার্ম করতে। বাংলাদেশ সিরিজে জয়ের জন্য বড় সিদ্ধান্ত নেবেন মুখ্য নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)।
মুম্বই দলের অধিনায়ক হলেন সরফরাজ
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের আগে তামিলনাড়ুতে বুচি বাবু টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আর এই টুর্নামেন্টের জন্য ২৬ বছর বয়সী সরফরাজ খানকে (Sarfaraz Khan) মুম্বই দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করলো মুম্বই ক্রিকেট এসোসিয়েশন। যদিও বর্তমান সময়ে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বেই এই সিজিনে রঞ্জি ট্রফি জেতে মুম্বই।
Read More: ৬, ৬, ৬, ৬…RCB’র বাতিল তারকা’র ব্যাটে ঝড়, সুযোগ পেলে জেতাতে পারতেন IPL !!
যেহেতু মুম্বই দলের মূল অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন তাই দলের তরুণ খেলোয়াড়কে দায়িত্ব তুলে দেওয়া হলো। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন সরফরাজ। রিতিমতন ঘরোয়া ক্রিকেটে লড়াই করেই জাতীয় দলে নির্বাচনের জন্য সুযোগ ছিনিয়ে নেন।
তবে চলতি বুচি বাবু টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৯৫ বলে একটি চারের মাধ্যমে মাত্র ৩৭ রান করে আউট হয়েছেন সরফরাজ (Sarfaraz Khan)। হরিয়ানার বিরুদ্ধে ৪০৯ রান তাড়া করতে গিয়ে মুম্বাই মাত্র ২৪৫ রান করতে সক্ষম হয়েছে। সরফরাজের এই পারফরমেন্সের পর বাংলাদেশ সিরিজে সুযোগ পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ সিরিজ নিয়ে ভাবছেন না সরফরাজ
ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে সুযোগ পান সরফরাজ। হোম টেস্টে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে অভিষেকের সুযোগ পেয়েছিলেন সরফরাজ। তৃতীয় টেস্টের উভয় ইনিংসেই অর্ধ শতরানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সরফরাজ ভারতের হয়ে ৩টি টেস্ট ম্যাচে ৫০ গড়ে ২০০ রান করেছেন। অন্যদিকে, তার ঘরোয়া ক্রিকেটের কথা বলতে গেলে, ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৮.৫৩ গড়ে ১৪টি শতরান ও ১৪টি অর্ধ-শতরান সহ ৪১১২ রান বানিয়েছেন।
ইংল্যান্ড সিরিজে ভালো ফর্মে থাকলেও বাংলাদেশ সিরিজে সরফরাজ খানের সুযোগ পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দলে বিরাট কোহলির (Virat Kohli) অন্তর্ভুক্তিতে সরফরাজের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ালো সিরিজে সুযোগ পাওয়াটা। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে কয়েক মাস আগেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ। বাংলাদেশ সিরিজকে নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশ সিরিজে আমি কোনরকম আশা রাখছি না। যদি সুযোগ আসে, আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত। এত বছর ধরে সেটাই করে আসছি আর আমি নিজেকে পাল্টানোর কোনো কারণ খুঁজে পাচ্ছি না।”