বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) দুরন্ত পারফর্মেন্স করে জাতীয় নির্বাচকদের বার্তা দিচ্ছেন তরুণ ক্রিকেটাররা। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় টুর্নামেন্ট রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। গতকাল মাঠে নেমে মহারাষ্ট্রের হয়ে দুরন্ত শতরান হাঁকান রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। এর সঙ্গেই ব্যাট হাতে জ্বলে ওঠেন সরফরাজ খান (Sarfaraz Khan)। তিনি দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ছন্দে রয়েছেন। তার বিধ্বংসী ইনিংস সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে চমক দিলেন এই তারকা।
Read More: ৬,৬,৬,৪,৪,৪.. বিধ্বংসী ফর্মে রুতুরাজ গায়কোয়াড, বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান তারকার !!
সরফরাজের বিধ্বংসী ইনিংস-

বুধবার গোয়া প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। মুম্বাইয়ের হয়ে ওপেনিং করতে নেমে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuwanshi) ১১ রানে আউট হয়ে গেলেও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৩ নম্বরে ব্যাট করতে নেমে মুশির খান (Musheer Khan) ৬০ রান করে দলকে ভরসা দেন। এরপর দাদা সরফরাজ এসে রীতিমতো জ্বলে ওঠেন। তার বিধ্বংসী ইনিংসে চাপের মুখে পড়ে যায় বিপক্ষ দল।
৫৬ বলে দুরন্ত শতরান হাঁকান এই তারকা। এটা ছিল মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে করা দ্রুততম শতরান। রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ড ভাঙলেন তিনি। গত বছর ২৪ ডিসেম্বর ৬২ বলে শতরান করে এই টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে দ্রুততম শতরান করা তারকা হয়েছিলেন হিটম্যান। সরফরাজের ব্যাট থেকে ৭৫ বলে ১৫৭ রানের ইনিংস আসে। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২০০’এর ওপর। তিনি ইনিংসটি ৯ টি চার এবং ১৪ টি ছক্কা দিয়ে সাজিয়েছিলেন।
জাতীয় দলে পাচ্ছেন না সুযোগ-

বিজয় হাজারে ট্রফির আগে সৈয়দ মুশতাক আলী (Syed Mushtaq Ali Trophy) ট্রফিতেও দুরন্ত ফর্মে ছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। অসমের বিপক্ষে তিনি ৪৭ বলে শতরান করেন। এছাড়াও রাজস্থানের বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশতরান করে জ্বলে উঠেছিলেন। এটা ছিল মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট সবচেয়ে দ্রুততম অর্ধশতরান। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সরফরাজ মোট ৩২৯ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন।
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকলেও ভারতীয় টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না তারকা। শেষবার তাকে ২০২৪ সালে নিউজিল্যান্ডের (India vs Newzealand Test Series) বিপক্ষে দেশের জার্সিতে দেখা গিয়েছিল। অন্যদিকে এই বছর আইপিএলের (IPL 2025) মিনি নিলামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এই তারকাকে দলে নিয়েছে। আসন্ন এই টুর্নামেন্টেও জ্বলে উঠতে প্রস্তুত এই তারকা ব্যাটসম্যান।